For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সারাক্ষণ দাড়ি চুলকাচ্ছে? কী ভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন? দেখে নিন টিপস

|

কেউ দাড়ি রাখতে পছন্দ করেন, কারও আবার দাড়ি একেবারেই অপছন্দ। দাড়ি থাকুক বা না থাকুক, দাড়ি চুলকানোর সমস্যায় কিন্তু একবার না একবার প্রত্যেকেই পড়েছে।

Easy tips to stop your beard from itching

দাড়িতে চুলকানি ভীষণই অস্বস্তিকর একটি সমস্যা। দাড়ি চুলকানির অসংখ্য কারণ থাকতে পারে, যেমন - পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, শুষ্ক ত্বক, ব্রণর মতো সমস্যা, ইত্যাদি। কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

নিয়মিত দাড়ি ভাল করে ধোবেন

নিয়মিত দাড়ি ভাল করে ধোবেন

দাড়ি পরিষ্কার না রাখলে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ব্রণ, পিম্পল হতে পারে। যে কারণে দাড়ি চুলকায়। তাই প্রতিদিন দু'বার ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আপনার মুখ এবং দাড়ি ধোওয়া অভ্যাস করুন। ঘরের বাইরে থাকলে মুখ এবং দাড়ির ঘাম মুছতে ফেস ওয়াইপস ব্যবহার করুন।

পরিষ্কার রাখুন

পরিষ্কার রাখুন

দাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি, সর্বদা ময়েশ্চারাইজড এবং কন্ডিশন রাখতে হবে। দাড়ির চুলের টেক্সচার মাথার চুলের থেকে অনেকটাই আলাদা। সহজেই দাড়ির চুল রুক্ষ, শুষ্ক ও জট পাকিয়ে যেতে পারে। অতএব, অ্যালোভেরা এবং নারকেল তেলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে দাড়ি ময়েশ্চারাইজ করুন। এতে দাড়ি ভাল থাকবে।

ট্রিম করুন

ট্রিম করুন

ট্রিম না করা দাড়িতে ব্যাকটেরিয়া এবং রোগজীবাণু বাসা বাধে। তাই সময়ে সময়ে আপনার দাড়ি কাটতে ভুলবেন না।

দাড়ি কামানোর পরে গালে জ্বালা-চুলকানি হয়? এই ৫ টিপস মেনে চললেই আরাম পাবেন!দাড়ি কামানোর পরে গালে জ্বালা-চুলকানি হয়? এই ৫ টিপস মেনে চললেই আরাম পাবেন!

কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন

কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন

কেমিক্যাল-যুক্ত প্রোডাক্ট ব্যবহারের কারণে ত্বকে প্রদাহ এবং জ্বালা হতে পারে। তাই, দাড়ি ঠিক রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই শ্রেয়।

দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ান

দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ান

দিনে অন্তত একবার বা দু'বার দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ান। এতে আপনার দাড়ি দীর্ঘ সময় জটমুক্ত এবং পরিপাটি থাকবে।

ন্যাচারাল আফটার শেভ ব্যবহার করুন

ন্যাচারাল আফটার শেভ ব্যবহার করুন

দাড়ি কামানো বা ট্রিম করার পর প্রাকৃতিক আফটার শেভ বা লোশন ব্যবহার করুন, যেমন - টি ট্রি অয়েল বা অ্যালোভেরা রয়েছে এমন পণ্য। অত্যন্ত কঠোর, সিন্থেটিক কেমিক্যাল আছে এমন পণ্য একেবারেই এড়িয়ে চলুন।

English summary

Easy tips to stop your beard from itching In Bengali

Follow these hassle-free steps, that will hardly take your time to give you an amazing well-groomed beard and also stop that terrible urge to itch.
Story first published: Friday, December 9, 2022, 19:33 [IST]
X
Desktop Bottom Promotion