For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন ঘরে তৈরি শিট মাস্ক! জেনে নিন তৈরির পদ্ধতি

|

ত্বকের পরিচর্যায় দিন দিন শিট মাস্কের ব্যবহার খুব বাড়ছে। শিট মাস্ক ব্যবহারে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে, পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকে এবং আগের চেয়ে অনেক বেশি কোমল হয়ে যায়। বিভিন্ন ধরনের ত্বকের জন্য আলাদা আলাদা শিট মাস্ক বাজারে কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, শিট মাস্ক বানানোর সঙ্গে সঙ্গেই ব্যবহার করে ফেলতে হবে, প্রিজার্ভ করে রেখে পরে ব্যবহার করার প্ল্যান না করাই ভাল।

DIY Sheet Mask Recipes

চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে কী ভাবে তৈরি করবেন শিট মাস্ক -

শসার শিট মাস্ক

শসার শিট মাস্ক

একটা শসা গ্রেট করে জুস বার করে নিন। শসার রসে কটন ফেসিয়াল মাস্ক শিট ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা এটি ফ্রিজে রাখুন। তারপর বার করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর মাস্ক তুলে মুখ ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই শিট মাস্ক ত্বককে হাইড্রেট করে এবং জ্বালা, চুলকানি কমায়। অতিরিক্ত সিবাম নিঃসরণও নিয়ন্ত্রণ করতে পারে।

গ্রিন টি শিট মাস্ক

গ্রিন টি শিট মাস্ক

গরম জলে গ্রিন টি ব্যাগ ২০ মিনিট ডুবিয়ে রাখুন। জলটা ঠান্ডা হলে এতে লেবুর রস মেশান। এর পর এতে কটন ফেসিয়াল মাস্ক ভিজিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর বার করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর মাস্ক তুলে মুখ ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গ্রিন টি পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি জ্বালা এবং ব্রণ কমায়। ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

গোলাপ জল এবং গ্লিসারিন শিট মাস্ক

গোলাপ জল এবং গ্লিসারিন শিট মাস্ক

এক টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে এক টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন ভাল করে। এতে কটন শিট মাস্ক ভিজিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বককে হাইড্রেট ও সুস্থ রাখে।

তরমুজের শিট মাস্ক

তরমুজের শিট মাস্ক

৪ টেবিল চামচ তরমুজের রসের সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। তারপর মিশ্রণটি ফ্রিজ থেকে বার করে কটন শিট মাস্ক ৫ মিনিট ভিজিয়ে রাখুন। মাস্কটি থেকে অতিরিক্ত জল বের করে মুখে লাগান। ২০ মিনিট পর মাস্ক তুলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক সান বার্ন থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের অকাল বার্ধক্য রোধ করে।

English summary

DIY Sheet Mask Recipes To Try At Home

Let’s check out how to make sheet masks at home.
Story first published: Monday, August 8, 2022, 18:32 [IST]
X
Desktop Bottom Promotion