For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চটজলদি ঝকঝকে ত্বক পেতে চান? ব্যবহার করুন ঘরে তৈরি কফি ফেস মাস্ক!

|

কফি কিন্তু শুধু পানীয় হিসেবেই ব্যবহৃত হয় না, এর আরও অনেক ব্যবহার রয়েছে। ত্বকের যত্নেও কফি দারুণ কার্যকর। কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কফির ফেস প্যাক ব্যবহার করলে মুখমন্ডলের মধ্যে জমে থাকা মৃতকোষগুলিকে দূরে সরিয়ে ত্বককে আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়।

DIY coffee face masks that will brighten your skin

বাড়িতেই বানিয়ে নিতে পারেন কফির ফেস প্যাক। ত্বকের যে কোনও সমস্যার সমাধান ঘটবে কফির গুণে, এমনটা আশ্বাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেনে নিন, কী ভাবে তৈরি করবেন কফির ফেস প্যাক -

কফি, মধু এবং দুধ

কফি, মধু এবং দুধ

১ চা চামচ কফি, ১ টেবিল চামচ মধু এবং দেড় চা চামচ দুধ মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি আপনার মুখ এবং গলায় সমানভাবে প্রয়োগ করুন। ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।

কফি, হলুদ এবং দই

কফি, হলুদ এবং দই

১ টেবিল চামচ কফি, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচ দই ভাল করে মিশিয়ে মুখ ও গলায় লাগান। ২-৩ মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করার পর ১৫ মিনিট প্যাকটি মুখে রেখে দিন। এবার জলে ধুয়ে ফেলুন।

কফি এবং নারকেল তেল

কফি এবং নারকেল তেল

১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

কফি স্ক্রাবেই ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ! জেনে নিন বাড়িতে কফি স্ক্রাব তৈরির পদ্ধতিকফি স্ক্রাবেই ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ! জেনে নিন বাড়িতে কফি স্ক্রাব তৈরির পদ্ধতি

কফি এবং চালের গুঁড়ো

কফি এবং চালের গুঁড়ো

১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চালের গুঁড়ো, দেড় টেবিল চামচ জল বা গোলাপ জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

কফি এবং অ্যালোভেরা জেল

কফি এবং অ্যালোভেরা জেল

১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ত্বকে লাগান। ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

কফি এবং বেসন

কফি এবং বেসন

১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ জল বা গোলাপ জল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি আপনার মুখ এবং গলায় সমানভাবে প্রয়োগ করুন। ১৫ মিনিট পর গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

English summary

DIY coffee face masks that will brighten your skin

Scroll down to check the benefits of coffee masks and DIY recipes.
Story first published: Saturday, December 3, 2022, 22:19 [IST]
X
Desktop Bottom Promotion