For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাজারচলতি কন্ডিশনার নষ্ট করছে চুল? এবার ব্যবহার করুন ঘরে তৈরি কলার কন্ডিশনার

|

সিল্কি, স্মুথ চুল পেতে অনেকেই বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করেন। তবে কেনা কন্ডিশনার যত ভালই হোক না কেন, তাতে রাসায়নিক উপাদান তো থাকবেই। আর তাতে চুলের ক্ষতিও হতে পারে। তার চেয়ে বাড়িতেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে কন্ডিশনার তৈরি করা ভাল।

DIY Banana Hair Conditioner For Smooth And Silky Hair

চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনারের জন্য প্রয়োজন কেবলমাত্র কলা। কলা স্ক্যাল্পের গভীরে প্রবেশ করে এবং চুলকে হাইড্রেট করে। কলায় ভিটামিন ই, সি এবং এ রয়েছে, যা চুলের বিকাশে সহায়তা করে, চুল কোমল করে এবং চুল ফাটা রোধ করে।

উপকরণ

উপকরণ

২টো পাকা কলা

২ টেবিল চামচ মধু

২ টেবিল চামচ নারকেল দুধ

১ টেবিল চামচ নারকেল তেল

২ টেবিল চামচ অলিভ অয়েল

কয়েক ফোঁটা গোলাপ জল

তৈরির পদ্ধতি

তৈরির পদ্ধতি

প্রথমে কলাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। তাতে নারকেল দুধ, মধু মেশান। এর পর নারকেল তেল এবং অলিভ অয়েল দিন। এই সব উপাদান একসঙ্গে ভাল ভাবে ব্লেন্ড করে ঘন মসৃণ পেস্ট তৈরি করুন। সবশেষে সুগন্ধের জন্য কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে কলার হেয়ার কন্ডিশনার।

আপনি চাইলে কলার সঙ্গে ২ টেবিল চামচ দইও মেশাতে পারেন। এতে আপনার কন্ডিশনারটি আরও ঘন হবে।

চুলের সব রকম সমস্যার সমাধান লুকিয়ে সজনে পাতায়! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেনচুলের সব রকম সমস্যার সমাধান লুকিয়ে সজনে পাতায়! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

কী ভাবে প্রয়োগ করবেন?

কী ভাবে প্রয়োগ করবেন?

প্রথমে চিরুনি দিয়ে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন। তারপর চুল হালকা ভিজিয়ে কলার কন্ডিশনার চুলের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত লাগান। এর পর শাওয়ার ক্যাপ পরে থাকুন ৩০ মিনিট। আধ ঘণ্টা পর জল দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন।

কলার হেয়ার কন্ডিশনারের উপকারিতা

কলার হেয়ার কন্ডিশনারের উপকারিতা

১) কলা আমাদের চুলকে গভীরভাবে কন্ডিশন করে।

২) মধু চুলকে ময়শ্চারাইজ করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

৩) নারকেলের দুধে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাট রয়েছে, যা আমাদের চুলকে মজবুত এবং ঘন করে।

৪) নারকেল তেল এবং অলিভ অয়েল চুল উজ্জ্বল করে এবং গভীরভাবে কন্ডিশন করে।

English summary

DIY Banana Hair Conditioner For Smooth And Silky Hair

Scroll down and check out all the banana hair conditioner recipes listed below. Read on.
Story first published: Friday, October 21, 2022, 20:37 [IST]
X
Desktop Bottom Promotion