For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কেবল ঠোঁটের সৌন্দর্য বাড়ায় না, আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন লিপস্টিক, দেখে নিন কীভাবে

|

লিপস্টিক সবচেয়ে বেশি ব্যবহৃত একটি বিউটি প্রোডাক্ট। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে ও ঠোঁট আরও আকর্ষণীয় করে তুলতে লিপস্টিকের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তাছাড়া, যারা সাজতে খুব পছন্দ করেন তাদের কাছে লিপস্টিক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। এটি ছাড়া সাজ কখনই সম্পূর্ণ হয় না।

Different Ways To Use Your Lipstick Colours

কিন্তু আপনি কি জানেন, লিপস্টিক কেবলমাত্র ঠোঁটের জন্যই প্রয়োজনীয় নয়, এটি দিয়ে মুখের অন্যান্য মেকআপও সম্পন্ন করা যায়? চলুন দেখে নেওয়া যাক, মেকআপ করার সময় আরও কোন কোন উপায়ে আপনি লিপস্টিক ব্যবহার করতে পারেন।

১) কনসিলার হিসেবে ব্যবহার করতে পারেন

১) কনসিলার হিসেবে ব্যবহার করতে পারেন

ন্যুড লিপস্টিক চোখের নীচে কালি বা ডার্ক সার্কেল কিংবা চোখের ফোলাভাব লুকানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এর জন্য লিক্যুইড ন্যুড লিপস্টিক নিয়ে, চোখের নীচে প্রয়োগ করুন হালকা করে। অবশ্যই ভাল করে ব্লেন্ড করবেন।

২) ব্লাশার হিসেবে ব্যবহার করুন

২) ব্লাশার হিসেবে ব্যবহার করুন

আপনার সংগ্রহে থাকা লিপস্টিকের যেকোনও হালকা শেডের লিপস্টিক ব্লাশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর জন্য গ্লসি পিঙ্ক শাইন বা ম্যাটি কোরাল রঙ বেছে নিতে পারেন। গালে লিপস্টিকটি লাগিয়ে আঙুল দিয়ে ভালভাবে ব্লেন্ড করুন।

স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন স্ট্রবেরি ফেস প্যাক, জেনে নিন কীভাবে তৈরি করবেনস্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন স্ট্রবেরি ফেস প্যাক, জেনে নিন কীভাবে তৈরি করবেন

৩) কনট্যুর বা ব্রোঞ্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে

৩) কনট্যুর বা ব্রোঞ্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে

ব্রাউন কালারের লিপস্টিক কনট্যুর বা ব্রোঞ্জার হিসেবে মুখে প্রয়োগ করতে পারেন। কনট্যুর স্টিকের মতো করে ব্যবহার করুন এটি।

৪) আইলাইনার ও আইশ্যাডো হিসেবে

৪) আইলাইনার ও আইশ্যাডো হিসেবে

রঙিন আইলাইনার হিসেবেও লিপস্টিক ব্যবহার করতে পারেন। সেই একঘেয়েমি কালো রঙের লাইনার থেকে দূরে সরে আসুন এবং এর পরিবর্তে কালারফুল লাইন দিয়ে চোখে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলুন। আপনার পছন্দের লিপস্টিক শেড বাছুন এবং চোখে লাইনার হিসেবে ব্যবহার করুন। এছাড়াও, ক্রিম বেসড লিপস্টিক কিন্তু বেশ ভাল আইশ্যাডো হিসেবেও কাজ করতে পারে। সঠিক ব্রাশ থাকলে স্মোকি আই মেকআপ করতেও অসুবিধা হবে না।

English summary

Different Ways To Use Your Lipstick Colours In Bengali

Here are five different ways to use your lipstick colours and step up your makeup game. Read on to know.
X
Desktop Bottom Promotion