Just In
- 6 hrs ago
বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সমস্যা? রোজ করান এই ৭ এক্সারসাইজ, হাইট বাড়বে দ্রুত!
- 6 hrs ago
Weight Loss Tips : চটজলদি রোগা হতে চান? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৫ ফল!
- 11 hrs ago
সিঁদুরের এই সহজ টোটকায় সুখ-শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে, উন্নত হবে আর্থিক পরিস্থিতি!
- 19 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৯ মে-র রাশিফল
খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া! তার আগে জানা যাক এই বলি সুন্দরীর রূপের রহস্য
খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন পর্দার গাঙ্গুবাই। বলিউডের বিখ্যাত কপূর পরিবারের বধূ হবেন আলিয়া ভাট। পরিবার ও কাছের আত্মীয় বন্ধুদের সঙ্গে নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। বিয়ের প্রস্তুতিতে মেতে এখন দুই পরিবার। বধূ বেশে কেমন দেখাবে আলিয়াকে, এ নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনার পারদ চড়ছে।
এমনিতেই এই বলি সুন্দরীর রূপে মুগ্ধ গোটা দেশ। শোনা যায়, আলিয়ার খুব বেশি মেকআপও করতে লাগে না। কিন্তু এমন জেল্লার পিছনে আসল রহস্যটা কী? জেনে নিন হবু কনের সৌন্দর্যের আসল রহস্য!
১) প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে বেশি পছন্দ করেন আলিয়া। একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন যে, হাতে প্রচুর সময় থাকলে তিনি মধু এবং পেঁপে বা অরেঞ্জ পাউডার একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। মিনিট পনেরো সে ভাবেই রেখে দেন। ঘরোয়া এই প্যাক ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কার্যকর!
২) সকালে মুখে নিয়মিত ফেস মিস্ট লাগান আলিয়া। তারপরে ত্বকে ভাল রক্ত সঞ্চালন এবং প্রদাহ কমানোর জন্য রোলার দিয়ে ম্যাসাজ করেন।
৩) মুখে যাতে কোনও দাগ না পড়ে, তার জন্য নিয়াসিনামাইড ড্রপ ব্যবহার করেন আলিয়া।
৪) সানস্ক্রিন না লাগিয়ে কোনও দিনই বাড়ি থেকে বেরোন না এই বলি সুন্দরী। মেকআপ লাগানোর আগে সানস্ক্রিন প্রয়োগ করেন আলিয়া।
৫) নিজের ত্বক নিয়মিত ময়শ্চারাইজও করেন আলিয়া। এতে ত্বক রুক্ষ-শুষ্ক হয় না।
৬) ত্বক তরতাজা রাখতে নিয়মিত মুলতানি মাটির ফেস প্যাকও লাগান আলিয়া।