For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) অসুস্থতার সময়ও নিজেকে সুন্দর রাখার কয়েকটা সহজ টোটকা

|

অনেকে আছেন অসুস্থ হলেই তাদের চোখে মুখে তার একটা ছাপ পড়ে যায়। আর সেই অসুস্থ ছাপটা যেতে অনেক সময় চলে যায়। অথচ এর মধ্যে কোনও অনুষ্ঠান থাকলে তো একেবারে সর্বনাশ। কিন্তু এই সময়ও কীভাবে আপনি নিজেকে সুন্দর করে রাখবেন? এর জন্য আপনাকে শুধু মেনে চলতে হবে কিছু সহজ টিপস।

মুখের এই নির্জীব ত্বক লুকানোর জন্য ফাউন্ডেশনের পরতের পর পরত লাগানোটা সমস্যার সমাধান মোটেই নয়। তাতে আপনার সমস্যা তো মিটবেই না উল্টে আপনাকে জোকারের মতো লাগবে। সেটা নিশ্চই আপনি চাইবেন না। তাই এমন কিছু করা উচিত যাতে সনস্যাও দুর হয় আর কোনও ঝঞ্ঝাটও সামলাতে না হয়।

অসুস্থতেও সুন্দর

অসুস্থতেও সুন্দর

শরীর খারাপ থেকে সেরে উঠতে শুরু করলেও মুখে যে অসুস্থতার ছাপ থাকে তা ঢাকতে কয়েকটি সোজা পদ্ধতি মেনে চললেই হবে। কিন্তু কী সেই পদ্ধতিগুলো দেখে নিন পরের স্লাইডগুলোয় ক্লিক করে।

হাল্কা ফাউন্ডেশন

হাল্কা ফাউন্ডেশন

হাল্কা ফাউন্ডেশন লাগান যাতে ত্বক উজ্জ্বল লাগে।

নাকে কনসেলর

নাকে কনসেলর

যদি আপনার সর্দি হয় তাহলে নাকটা লাল হয়ে থাকে। নাকের ডগা লালচে হয়ে থাকে। এই সমস্যার সমাধানের জন্য নাকে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগান। তার উপরে হাল্কা করে কনসেলর লাগান যাতে নাকের দাগটা ঢেকে যায়।

চোখে বরফ লাগান

চোখে বরফ লাগান

ভাইরাল জ্বরের ফলে আপনার চোখের তলা ফুলে যেতে পারে, ডার্ক সার্কেল পরে যেতে পারে। তাই ঠাণ্ডা বরফ লাগান চোখে। একটি কাপড়ে বেধে বরফেস সেঁকও দিতে পারেন চোখে।

গাঢ় রংয়ের লিপস্টিক

গাঢ় রংয়ের লিপস্টিক

শরীর খারাপের সময় মুখ যেহেতু অনুজ্জ্বল লাগে তাই এই সময় হাল্কা রংয়ের লিপস্টিক, লিপগ্লস ব্যবহার করবেন না। উজ্জ্বল রং ঠোঁটের জন্য বেছে নিন।

বেশি করে জল খান ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন

বেশি করে জল খান ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন

অসুস্থ হওয়া মানে আপনার ত্বক, চুল এমনকী শরীর শুষ্ক হয়ে যায়। তাই শরীরকে হাইড্রেট করে। যতক্ষণ না ত্বক নিজের নমনীয়তা ফিরে পাচ্ছে ততক্ষণ ভাল করে ময়শ্চারাইজার লাগান।

কালো কাজল নয়

কালো কাজল নয়

আইলাইনাল বা কাজল হিসাবে কালো রং ব্যবহার না করে নীল বা সবুজ রং ব্যবহার করুন। গাঢ় মা মোটা করে না লাগিয়ে সরু করে লাগান। এত আপনার চোখ উজ্জ্বল লাগবে। চেহারার ফ্যাঁকাসে ভাব ঢেকে যায়।

কার্লার

কার্লার

চোখের পাতাকে ঘন দেখাতে মোটা করে মাসকারা লাগান এবং আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে নিন। এতে তা বড় ও ঘন লাগবে।

English summary

7 Makeup Tips To Look Beautiful When Sick

7 Makeup Tips To Look Beautiful When Sick
Story first published: Sunday, November 22, 2015, 14:26 [IST]
X
Desktop Bottom Promotion