For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া ৭টি টোনার

|

আপনার ত্বক যদি তৈলাক্ত প্রকৃতির হয় তাহলে সবচেয়ে বেশি উপযোগী হল টোনার। কিন্তু টোনারেরও নান রকমফের আছে। বাজারে কমদামি, বেশি দামি, ব্র্যান্ডেড, ননব্র্যান্ডেড নানা রকমের টোনার আপনি পাবেন। কিন্তু সবগুলিতেই কম বেশি কেমিক্যাল থাকবেই। যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে ঘরোয়া টোটকার উপর ভরসা রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

ঘরোয়া টোটকা অর্থাৎ প্রত্যেকদিন বাড়িতে যে জিনিস আমরা ব্যবহার করি সেই ধরণের কিছু উপকরণের গুনাগুন কাজে লাগিয়ে আমরা উপকার পেতে পারি। আর তার সবচেয়ে বড় সুবিধা এই ধরণের উপকরণে কোনও রকমের কেমিক্যাল থাকে না, ফলে তা ত্বককে কোনওভাবে ক্ষতিগ্রস্ত করে না।

তাহলে আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া কোন উপাদান দিয়ে টোনার তৈরি করা যায়।

সাদা ভিনিগার

সাদা ভিনিগার

সমপরিমাণ জল ও ভিনিগার একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তাতে তুলো ভিজিয়ে মুখ ভাল করে মুছে নিন। এর ফলে মুখের ত্বকের অতিরিক্ত তেল এবং ময়লা বেরিয়ে যায়।

পুদিনা পাতা

পুদিনা পাতা

জলের মধ্যে বেশি করে পুদিনা পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই জল ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর এই জলে তুলো ডুবিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।

লেবুর রস + গ্রীন টি

লেবুর রস + গ্রীন টি

এক কাপ জলে একটি গ্রীন টি ব্যাগ , ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার তুলোর সাহায্যে এই তরলটি টোনার হিসাবে ব্যবহার করুন।

অ্যালোভেরা

অ্যালোভেরা

অ্যালোভেরা ভাল টোনারের কাজ করে। অ্যালোভেরার আঠালো জুস মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে তুলে নিন। খুবই উপকারী এই টোনারটি।

শশার রস

শশার রস

শশার রস খুব ভাল টোনার। শশার রস যত ঠাণ্ডা হবে তত ভাল কজ করবে। তুলোতে ভিজিয়ে মুখে ঠাণ্ডা শশার রস লাগিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। এর পর ধুয়ে নিন।

বরফ

বরফ

বরফ সবচেয়ে ভাল টোনান। আইস কিউব নিয়ে সরাসরি মুখে বোলাতে থাকুন। এর ফলে ত্বকের তৈলাক্ত ভাব যায় এবং ত্বকের উন্মুক্ত ছিদ্রও ক্রমে সুক্ষ্ম হয়।

টমেটো + শশা + আলু

টমেটো + শশা + আলু

টমেটো শশা ও আলু রস প্রথমে বের করে আলাদা আলাদা রাখুন। এবার প্রত্যেকটি রস সমপরিমাণে মেশান। এটি তুলোর সাহায্যে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

English summary

7 Best Homemade Toners For Oily Skin

7 Best Homemade Toners For Oily Skin
Story first published: Thursday, October 22, 2015, 11:40 [IST]
X
Desktop Bottom Promotion