Tap to Read ➤

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়ার কারণ

গরমকালে রোদে পুড়ে, ঘামে ভিজে, ধুলো-ময়লা আটকে ত্বক সবসময় চিটচিটে হয়ে থাকে। বিশেষ করে যাঁদের অয়েলি স্কিন গরমের সময় তাঁদের সমস্যা আরও বেড়ে যায়।
ত্বকের তৈলাক্তভাব কমাতে অনেকেই ময়শ্চারাইজার লাগানো এড়িয়ে যান, ঘন ঘন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে থাকেন। কিন্তু এগুলোই তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল।
গরম দিয়ে মুখ ধোওয়া ত্বকের জন্য একেবারেই ভাল নয়। গরম জল ত্বকের প্রাকৃতিক তেল অপসারণ করে, ফলে ত্বক শুষ্ক হয়ে ওঠে। এতে ত্বক আরও বেশি তেল উৎপাদন করে।
বিউটি প্রোডাক্টগুলি খুব ঘন ঘন পরিবর্তন করা বা ক্রমাগত নতুন পণ্য ট্রাই করলে ত্বকের ক্ষতি হতে পারে।
অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করুন, নাহলে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়তে পারে। ত্বকের ক্ষতি হতে পারে।
অনেকেরই ধারণা, ময়েশ্চারাইজার ত্বককে আরও তৈলাক্ত করে তোলে। কিন্তু এই ধারণা ভুল। বরং ত্বক ভাল রাখতে বারো মাসই ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।
সপ্তাহে মাত্র একবার ত্বক এক্সফোলিয়েট করা উচিত। স্ক্রাব করার সময় খুব আলতো করে করুন। জোরে জোরে স্ক্রাব করলে ত্বক আরও তৈলাক্ত হয়ে ওঠে এবং ক্ষতি হয় বেশি।
সারা দিনে বারবার ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করলে ত্বক বেশি শুষ্ক হয়ে যায় এবং ত্বকের ন্যাচরাল অয়েল হারিয়ে যায়।