ব্যবহৃত টি ব্যাগ নিমেষেই নানান সমস্যার সমাধান করতে পারে! ভাবছেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।
ব্যবহৃত টি ব্যাগগুলি জলে দিয়ে ফোটান। এবার ওই জল ঠান্ডা করে গাছে জল দিন। এতে গাছে ছত্রাক হওয়ার ভয় কমবে।
জুতোর মধ্যে ব্যবহার করা শুকনো টি ব্যাগ ঢুকিয়ে রাখুন, আপনার জুতো দুর্গন্ধমুক্ত হবে। টি ব্যাগে বাজে গন্ধ শুষে নেওয়ার ক্ষমতা আছে।
ব্যবহৃত টি ব্যাগ গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর চায়ের ব্যাগ খুলে ভেজা পাতাগুলো কার্পেটে ছড়িয়ে দিন। পাতা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ রাখুন। দেখবেন কার্পেট দুর্গন্ধমুক্ত হয়ে গেছে।
একটি বড় পাত্রে জল গরম করে তাতে কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। সেই জল দিয়ে তেলচিটে বাসনগুলো পরিষ্কার করে নিন।
ব্যবহৃত টি ব্যাগে এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা দিয়ে আপনার ঘরে ও গাড়িতে ঝুলিয়ে রাখুন। রুম ফ্রেশনারের মতো কাজ করবে।
গরম জলে কিছুক্ষণ ব্যবহৃত টি ব্যাগ ভিজিয়ে রাখুন। তারপর সেই জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তাতে কাপড় ভিজিয়ে মাইক্রোওয়েভ অভেন, রান্নার গ্যাসের স্ল্যাব মুছে নিন।
টি ব্যাগের থেকে চায়ের পাতা বের করে তা গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এটি সার হিসেবে কাজ করবে।