Tap to Read ➤

অতিরিক্ত ইয়ারফোন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘ সময় ইয়ারফোন কানে লাগিয়ে রাখার ফলে বড় বিপদ হতে পারে। ইয়ারফোনের উচ্চ শব্দে কানের স্থায়ী ক্ষতি হতে পারে।
ইয়ারফোন কানের ভেতরে প্লাগ করার কারণে কানে বায়ু চলাচল ঠিকমতো হয় না। ফলে কানের ভিতরের আর্দ্র পরিবেশে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে এবং কানে বিভিন্ন ইনফেকশন হতে পারে।
দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার করলে কান ও সংলগ্ন এলাকায় মারাত্মক যন্ত্রণা শুরু হতে পারে।
ইয়ারফোনের অতিরিক্ত ব্যবহার বৃদ্ধি করতে পারে মাইগ্রেনের সমস্যাও।
মাথা ঘোরা ও মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। ইয়ারফোনের উচ্চ শব্দের কারণে কর্ণকুহরে চাপ পড়ে মাথা ঘোরা শুরু হয়।
উচ্চ আওয়াজে ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণশক্তি হারাতে পারেন। একটানা উচ্চ শব্দে কানের কোষ ও স্নায়ুর স্থায়ী ক্ষতি হতে পারে, ফলে শোনার ক্ষমতা চলে যেতে পারে।
ইয়ারফোনের শব্দ কানের পর্দায় খুব খারাপ প্রভাব ফেলে। এই শব্দ কান থেকে মস্তিষ্কে যায় এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, ফলে মনোযোগের অভাব হয়।
ইয়ারফোন কারুর সঙ্গে শেয়ার করা উচিত নয়, কারণ আপনার কান থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ইয়ারফোনের মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে পৌঁছাতে পারে।