Tap to Read ➤

বিউটি ব্লেন্ডার ব্যবহার করার সঠিক পদ্ধতি

বিউটি ব্লেন্ডার ব্যবহারে ত্বকে মেকআপ ভালভাবে সেট হয়ে যায়। তবে মেকআপ স্পঞ্জ ব্যবহার করার সঠিক পদ্ধতি জানা উচিত, নাহলে কিন্তু ত্বকে বিপরীত প্রতিক্রিয়া পড়তে পারে।
হাতের তালুতে ফাউন্ডেশন এবং কনসিলার নিয়ে স্পঞ্জের সাহায্যে একটু একটু করে তুলে মুখে লাগান। এতে ফাউন্ডেশন এবং কনসিলার ত্বকে ভালভাবে ব্লেন্ড হয়ে যাবে।
স্পঞ্জের ছোঁচালো প্রান্ত দিয়ে চোখের নীচে, ঠোঁটের কাছে, নাকের পাশে মেকআপ ব্লেন্ড করে নিন। তারপর স্পঞ্জের গোলাকার অংশ দিয়ে কপাল এবং গালের মেকআপ ব্লেন্ড করুন।
ত্বকে কখনই মেকআপ ঘষবেন না। স্পঞ্জ দিয়ে আলতো চেপে চেপে মেকআপ লাগালে মসৃণ বেস তৈরি হয় এবং মেকআপটি ত্বকে ভালভাবে শোষিত হয়।
একদম শুকনো স্পঞ্জ বা বেশি ভেজা স্পঞ্জ ব্যবহার করবেন না। স্পঞ্জ ভিজিয়ে অতিরিক্ত জল ভালো করে নিংড়ে বার করে দিন। তারপর ওই স্পঞ্জ দিয়ে মুখে মেকআপ লাগান।
মেকআপ স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশন ও কনসিলারের মতো লিক্যুইড প্রোডাক্ট প্রয়োগের পাশাপাশি, হাইলাইটার এবং ব্লাশারের মতো পাউডার প্রোডাক্টও লাগানো যায়।
মেকআপ করার পর স্পঞ্জ পরিষ্কার করে রাখুন। কারণ নোংরা স্পঞ্জে ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে। আর ওই স্পঞ্জ ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি ও ব্রণ হতে পারে।
মেকআপ করার পরে, হালকা গরম জলে স্পঞ্জ পরিষ্কার করা ভালো। হালকা গরম জলে শ্যাম্পু মিশিয়ে স্পঞ্জ পরিষ্কার করুন।