Tap to Read ➤

গাছের পোকা তাড়ানোর ঘরোয়া উপায়

পোকামাকড়ের আক্রমণে গাছের মারাত্মক ক্ষতি হয়। ছোটো ছোটো পোকাগুলো গাছের পাতা খেয়ে নেয়, ফলে গাছ নষ্ট হয়ে যায়। তবে ঘরোয়া উপায়ে খুব সহজেই এই সমস্যা দূর করতে পারেন।
গাছকে কীটপতঙ্গ থেকে বাঁচাতে নিমের তেল স্প্রে করুন। নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে রাখুন। এছাড়া, রাতে নিম পাতা জলে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সেই জল গাছে ছিটিয়ে দিন।
জলে কিছুটা লবণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে গাছগুলিতে ছিটিয়ে দিন। এছাড়াও, গাছের গোড়ার চারপাশে লবণ ছিটিয়ে দিতে পারেন।
এক-দুই কোয়া রসুন, একটি মাঝারি আকারের পেঁয়াজের সাথে জল দিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর এই মিশ্রণে এক চা চামচ cayenne pepper এবং তরল সাবান মেশান। এরপর গাছগুলিতে প্রয়োগ করুন।
ইউক্যালিপটাস তেলের তীব্র গন্ধে পোকামাকড় পালায়। আপনার গাছে এই তেল স্প্রে করুন, হাতেনাতে ফল পাবেন!
এক গ্লাস জলে এক চিমটি হিং মিশিয়ে তিন-চার ঘণ্টা রেখে দিন। এবার এই জল ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করুন। পোকা পালাবে।
একটি পাত্রে লিক্যুইড সাবান এবং উষ্ণ জল নিয়ে তাতে সামান্য নিম তেল মেশান ভাল করে। এটি একটি স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন।
জলের সঙ্গে বাসন মাজার তরল সাবান মিশিয়ে স্প্রে বোতলে ভরে গাছে দিন। এতে পোকামাকড় পালাবে।