Tap to Read ➤

কানে জল ঢুকলে সহজে বের করার উপায়

স্নান করতে গিয়ে অনেক সময় কানে জল ঢুকে যায়। কানে আঙুল ঢুকিয়ে বা ধাক্কা দিয়ে জল বের করার চেষ্টা করলেও, সবসময় সেই পদ্ধতি কাজে দেয় না। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতির সাহায্যে এই সমস্যার সমাধান সম্ভব।
যে কানে জল ঢুকেছে সেই দিকে মাথা কাত করে কানের লতি ধরে আলতোভাবে টানুন কিংবা ঝাঁকান।
যে কানে জল ঢুকেছে সেই দিকে পাশ ফিরে, কানের নীচে তোয়ালে রেখে কয়েক মিনিট শুয়ে থাকুন। কান থেকে জল ধীরে ধীরে বেরিয়ে আসবে।
কান থেকে প্রায় এক ফুট দূরে ধরবেন ব্লো ড্রায়ার এবং লোয়েস্ট সেটিংটি ব্যবহার করুন। কানের লতি হালকা টেনে ড্রায়ারের উষ্ণ বাতাস কানের ভেতরে ঢুকতে দিন। ব্লো ড্রায়ার একভাবে কানের সামনে ধরে রাখবেন না, সামনে-পিছনে সরাতে থাকবেন।
হাইড্রোজেন পারক্সাইড কানে জমে থাকা জল ও ময়লা পরিষ্কার করে। ইউরিয়া এবং হাইড্রোজেন পারক্সাইডের সংমিশ্রণ ব্যবহার করে তৈরি কানের ড্রপ, যাকে বলে কার্বামাইড পারক্সাইড। তবে কানে কোনও সমস্যা থাকলে এটি ব্যবহার না করাই ভাল।
অলিভ অয়েল হালকা গরম করে নিন। তারপর ড্রপারের সাহায্যে আক্রান্ত কানে কয়েক ফোঁটা তেল দিন। ১০ মিনিট রেখে কানটিকে এক পাশে কাত করুন। দেখবেন তেল ও জল এক সঙ্গেই বেরিয়ে যাবে।
আপনার যে কানে জল ঢুকেছে, মাথাটি সেই দিকে কাত করে কানের ওপর হাতের তালু রেখে চাপ দিন। চাপ দিয়েই সঙ্গে সঙ্গে হাতটি সরিয়ে নিন। দেখবেন জল বেরিয়ে আসবে।
প্রথমে লম্বা শ্বাস নিন, এরপর দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। ওই বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করুন। এটি করলে কান থেকে জল বেরোতে পারে।