Tap to Read ➤

ত্বকে ক্লে মাস্ক ব্যবহারের উপকারিতা

ত্বকের যত্নে বহুদিন ধরেই ব্যবহার করা হচ্ছে ক্লে মাস্ক। ত্বকের নানান সমস্যা দূর করতে এই ফেস মাস্ক খুবই কার্যকরী।
ত্বকের অতিরিক্ত তেল কমাতে খুবই সহায়ক ক্লে মাস্ক। গাল, নাক, চিবুক এবং টি জোনে তৈলাক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে, তাই মাস্ক লাগানোর সময় এই জায়গাগুলোতে বেশি ফোকাস করুন।
মুখে লেগে থাকা ধুলো-বালি, ময়লা এবং ডেড স্কিন দূর হয় ক্লে মাস্ক ব্যবহারে। এছাড়া, ট্যান ও ত্বকের দাগ-ছোপ দূর করতেও ভীষণ কার্যকরী। 

ত্বকের ছিদ্র আটকে থাকার কারণে ত্বকের অনেক ক্ষতি হয়। তাই ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন, এটি সহজেই ত্বকের ছিদ্র খুলতে পারে।
ক্লে মাস্ক লাগালে ত্বকে রক্ত​​ সঞ্চালন ও অক্সিজেন বৃদ্ধি পায়, ফলে কোলাজেন বৃদ্ধি পায় এবং ত্বক উজ্জ্বল হয়।
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এই মাস্কের জুড়ি মেলা ভার। ত্বকের ধুলো-ময়লা দূর করে এবং গভীরভাবে ত্বকের ছিদ্র পরিষ্কার করে।
এই ফেস মাস্ক ত্বকের ছিদ্র খুলে দেয় এবং ব্যাকটেরিয়া মেরে ফেলে, যার ফলে ব্রণ-পিম্পল হয় না। ব্ল্যাক হেডস তুলতেও সাহায্য করে।
ক্লে মাস্ক ত্বককে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। সপ্তাহে দু'দিন ব্যবহার করতে পারেন এই মাস্ক।