Tap to Read ➤

নতুন জীবন শুরু করলেন রণবীর-আলিয়া, দেখে নিন বিয়ের ছবি

১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া। প্রায় পাঁচ বছরের প্রেম নতুন মোড় নিল বৃহস্পতিবার। দেখে নিন তাঁদের বিয়ের ছবি।
শাড়ির সঙ্গে ম্যাচ করে আলিয়া পরেছিলেন সোনা ও হিরের গয়না। রণবীর পরেছিলেন সাদা শেরওয়ানি, গলায় মুক্তোর মালা এবং পাগড়ি।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে আলিয়ার বিয়ের সাজ ছিল একেবারে অন্যরকম।অভিনেত্রীর চুল খোলা ছিল।
সাদা ও সোনালি রঙের শাড়ি আর সোনালি ওড়নায় মোহময়ী লাগছিল অভিনেত্রীকে।
রণবীর ও আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন করণ জোহর। আলিয়ার হাতে প্রথম মেহেন্দিও পরিয়েছিলেন পরিচালকই।
ঠোঁটে ঠোঁট রেখে নতুন জার্নি শুরু করলেন রণবীর-আলিয়া।
বৃহস্পতিবার রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতেই আলিয়া-রণবীর সাত পাকে বাঁধা পড়লেন।
ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং দুই পরিবারের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই চার হাত এক হল।