For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

যোগিনী একাদশী ২০২০ : এই ব্রত করলে ৮৮ হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমতুল্য ফল পাওয়া যায়

|

যোগিনী একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে, এইদিন উপবাস করলে পরলোকে মোক্ষ প্রাপ্তি হয়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয়। যোগিনী একাদশী পালন করলে কোনও ব্যক্তি ৮৮ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য ফল পান। এই বছর যোগিনী একাদশীর তারিখ কবে পড়েছে তা জেনে নিন, পাশাপাশি পূজার শুভ সময় এবং গুরুত্বও জানুন।

Yogini Ekadashi 2020

যোগিনী একাদশী ব্রত

যোগিনী একাদশী ব্রত

হিন্দু পঞ্জিকা মতে, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশী ব্রত পালন করা হয়। ২০২০ সালে, যোগিনী একাদশী ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী ১৭ জুন পালন করা হবে।

যোগিনী একাদশী ব্রতর শুভ মুহুর্ত

যোগিনী একাদশী ব্রতর শুভ মুহুর্ত

একাদশী তিথি শুরু হবে - ১৬ জুন সকাল ০৫টা বেজে ৪০ মিনিটে

একাদশী তিথি শেষ হবে - ১৭ জুন, সকাল ০৭টা বেজে ৫০ মিনিটে

পরানা সময় - ১৮ জুন, ভোর ০৪টা ৫২ মিনিট থেকে সকাল ০৭টা ৩৫ মিনিট পর্যন্ত

পরানার দিন দ্বাদশী তিথি শেষ হবে - ১৮ জুন, ৯টা বেজে ৩৯ মিনিটে

যোগিনী একাদশী পূজা বিধি

যোগিনী একাদশী পূজা বিধি

যোগিনী একাদশীর দিন ব্রতীকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। স্নানের পরে ব্রত করার সংকল্প করুন। গৃহের মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গার জল ছিটিয়ে পূজার স্থানটি শুদ্ধ করুন। এবার ভগবান বিষ্ণুর প্রতিমা বা ছবিকে গঙ্গাজল মেশানো জলে স্নান করান। ভগবানের সামনে প্রদীপ জ্বালান এবং বিষ্ণুর স্তব করুন। ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়, তাই তুলসী পাতা তাঁর পুজোতে অবশ্যই ব্যবহার করুন। ভগবান বিষ্ণুর আরতির মাধ্যমে পূজা সম্পন্ন করুন।

একাদশীর দিন সন্ধ্যায়ও বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালান। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। দ্বাদশী অর্থাৎ পরের দিন, স্নানের পরে মুহুর্ত দেখে আপনার ব্রত ভাঙুন। সবার আগে ভগবান বিষ্ণুকে ভোগ অর্পণ করুন। ভোগের জন্য আপনি কিছু মিষ্টি প্রস্তুত করতে পারেন। ব্রাহ্মণ বা অভাবীদের আপনার সামর্থ্য অনুযায়ী ভোজন করান এবং আর্থিক সহায়তা দিন।

যোগিনী একাদশীর গুরুত্ব

যোগিনী একাদশীর গুরুত্ব

যোগিনী একাদশীর সাথে সম্পর্কিত কথা অনুসারে, হেম নামে একজন মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। একদিন তিনি তাঁর স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন, আর রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন। এদিকে পূজার সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। দূত পাঠিয়ে রাজা জানতে পারলেন মালির দেরি হওয়ার আসল কারণ। শুনে রাজা আরও ক্রুদ্ধ হলেন এবং তাঁকে দেখা মাত্র রাজা ক্রোধবশে তাঁকে অভিশাপ দিলেন। অভিশাপের কারণে তাঁর কুষ্ঠ রোগ হয়ে যায়। ফলে হেম মালি দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় বহুকষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন।

সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে, জেনে নিন এই পরিবর্তন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবেসূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে, জেনে নিন এই পরিবর্তন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

এরপর এক তিনি ঋষির কাছ থেকে তিনি যোগিনী একাদশী ব্রত সম্পর্কে অবহিত হন। এই ব্রত করার ফলে তাঁর কুষ্ঠরোগ নিরাময় হয় এবং তখন থেকেই এই একাদশীর গুরুত্ব লোকমুখে ছড়িয়ে পড়ে।

মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠরকে যোগিনী একাদশী ব্রতর গুরুত্ব বলতে গিয়ে জানিয়েছিলেন যে, ৮৮ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর পরে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য প্রাপ্তি যোগিনী একাদশী ব্রত করলে পাওয়া যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়।

English summary

Yogini Ekadashi 2020: Date, Shubh Muhurat, Puja Vidhi, Vrat Katha and Importance

It is believed that Yogini Ekadashi is the most significant Ekadashi in order to get rid of various diseases. Check out the date, puja vidhi and importance.
X
Desktop Bottom Promotion