For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শিবরাত্রি ও হোলি ছাড়া মার্চ মাসে কোন কোন ব্রত ও উৎসব উদযাপিত হবে, দেখে নিন সম্পূর্ণ তালিকা

|

নতুন বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ শুরু হয়ে গিয়েছে। এই মাসে অনেক বড় উৎসব এবং ব্রত পালিত হতে চলেছে। মহাশিরাত্রি এবং হোলির মতো বিশেষ উৎসব উদযাপিত হবে। আজ এই আর্টিকেলে, আমরা মার্চ মাসে পড়া সমস্ত উৎসব এবং ব্রত-র দিন-ক্ষণ সম্পর্কে আপনাদের জানাব।

List of Indian festivals in March 2021

২ মার্চ ২০২১ : সঙ্কষ্টি চতুর্থী

২ মার্চ ২০২১ : সঙ্কষ্টি চতুর্থী

প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সঙ্কষ্টি চতুর্থী ব্রত পালন করা হয়। এই মাসে ২ মার্চ, মঙ্গলবার এটি পালন করা হবে। এই দিনটি ভগবান গণেশের পূজা করা হয়।

৬ মার্চ ২০২১ : জানকী জয়ন্তী

৬ মার্চ ২০২১ : জানকী জয়ন্তী

প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জানকী জয়ন্তী পালিত হয়। এইবছর এই উৎসব ৬ মার্চ, শনিবার উদযাপিত হবে। বিশ্বাস করা হয়, এই দিন মাতা সীতার আত্মপ্রকাশ ঘটেছিল।

৮ মার্চ ২০২১ : মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী

৮ মার্চ ২০২১ : মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী

আর্য সমাজের প্রতিষ্ঠাতা, সমাজ সংস্কারক ও আধুনিক ভারতের মহান চিন্তাবিদ মহর্ষি দয়ানন্দ সরস্বতী-র জন্মবার্ষিকী পালিত হবে ৮ মার্চ, সোমবার। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে এটি পালিত হয়।

৯ মার্চ ২০২১ : বিজয়া একাদশী

৯ মার্চ ২০২১ : বিজয়া একাদশী

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই বছর বিজয়া একাদশী ব্রত পালন করা হবে ৯ মার্চ।

১০ মার্চ ২০২১ : প্রদোষ ব্রত

১০ মার্চ ২০২১ : প্রদোষ ব্রত

মহাদেবের আশীর্বাদ পেতে প্রদোষ ব্রত করা হয়। ১০ মার্চ ফাল্গুন প্রদোষ ব্রত (কৃষ্ণপক্ষ) পালিত হবে।

১১ মার্চ ২০২১ : মহাশিবরাত্রি

১১ মার্চ ২০২১ : মহাশিবরাত্রি

শিবের ভক্তদের জন্য মহাশিবরাত্রি সবচেয়ে বড় উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই বছর এটি ১১ মার্চ, বৃহস্পতিবার পালিত হবে।

১৩ মার্চ ২০২১ : ফাল্গুন অমাবস্যা

১৩ মার্চ ২০২১ : ফাল্গুন অমাবস্যা

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা-কে ফাল্গুন অমাবস্যা বলা হয়। ফাল্গুনী অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশে দান, তর্পণ, শ্রাদ্ধকর্ম শুভ বলে মনে করা হয়।

জানেন কি কোন দিন নিরামিষ আহার করলে কোন দেবতা তুষ্ট হন? দেখে নিন এখানেজানেন কি কোন দিন নিরামিষ আহার করলে কোন দেবতা তুষ্ট হন? দেখে নিন এখানে

১৪ মার্চ ২০২১ : মীন সংক্রান্তি

১৪ মার্চ ২০২১ : মীন সংক্রান্তি

মীন সংক্রান্তি-তে সূর্যদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। আগামী এক মাসের জন্য এই রাশিতেই উপস্থিত থাকবে। একে মলমাস বলা হয় এবং এই সময়ে কোনও শুভ কাজ করা হয় না।

১৭ মার্চ ২০২১ : বিনায়ক চতুর্থী

১৭ মার্চ ২০২১ : বিনায়ক চতুর্থী

বিনায়ক চতুর্থীতে ভগবান গণেশের বিশেষ পূজা করা হয়। প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিনায়ক চতুর্থী পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনটিতে নিষ্ঠাভরে গণেশের পুজো করলে জীবনে আসা সমস্ত সঙ্কট দূর হয়।

২১ থেকে ২৮ মার্চ : হোলাষ্টক

২১ থেকে ২৮ মার্চ : হোলাষ্টক

ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত হোলাষ্টক উদযাপিত হবে। হোলাষ্টক সময়কালে বিবাহ, বাড়ি-গাড়ি কেনাকাটা এবং অন্যান্য মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ।

২৫ মার্চ ২০২১ : আমলকি একাদশী

২৫ মার্চ ২০২১ : আমলকি একাদশী

প্রতি বছর ফাল্গুন শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী হিসেবে পরিচিত। এই বছর, ২৫ মার্চ এটি পালন করা হবে।

২৬ মার্চ ২০২১ : প্রদোষ ব্রত

২৬ মার্চ ২০২১ : প্রদোষ ব্রত

২৬ মার্চ ফাল্গুন প্রদোষ ভ্রত (শুক্লপক্ষ) পালিত হবে। বিশ্বাস করা হয় যে, এই ব্রত পালন করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়।

২৮ মার্চ ২০২১ : দোল পূর্ণিমা, হোলিকা দহন

২৮ মার্চ ২০২১ : দোল পূর্ণিমা, হোলিকা দহন

হোলি উৎসবের এক দিন আগে হোলিকা দহন পালন করা হয়। ফাল্গুন শুক্লপক্ষের পূর্ণিমা পড়েছে ২৮ মার্চ।

২৯ মার্চ ২০২১ : হোলি

২৯ মার্চ ২০২১ : হোলি

২০২১ সালের ২৯ মার্চ উদযাপিত হবে রঙের উৎসব হোলি। এই উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব।

English summary

Vrats and Festivals in Month of March 2021 in Bengali

Have a look at the list of Indian festivals in March 2021.
X
Desktop Bottom Promotion