For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vishwakarma Puja 2021 : এবছর বিশ্বকর্মা পুজো কবে? জেনে নিন দিনক্ষণ ও শুভ মুুহুর্ত

|

প্রতি বছর ভাদ্রমাসের সংক্রান্তির দিন অর্থাৎ ভাদ্রের শেষ দিনে বিশ্বকর্মার পূজা করা হয়। আর এই দিনেই হয় রান্নাপুজো বা অরন্ধন, যা মনসা পূজার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। হিন্দুশাস্ত্র মতে, তিথি এবং পূজার সময় সাধারণত চন্দ্রের গতির উপর নির্ভর করেই নির্ধারণ করা হয়। কিন্তু বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে নিয়মটা পুরো উল্টো। এক্ষেত্রে সূর্যের গতির উপর নির্ভর করা হয়। সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে, সেই দিনই হয় বিশ্বকর্মা পূজা। অর্থাৎ কন্যা সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজোর নিয়ম প্রচলিত। তাহলে আসুন জেনে নিন, ২০২১ সালে বিশ্বকর্মা পূজার দিনক্ষণ।

Vishwakarma Puja 2021 : Date, Shubh Muhurat And Significance

২০২১-এর বিশ্বকর্মা পূজার দিনক্ষণ

এই বছর কন্যা সংক্রান্তি পড়েছে ১৭ সেপ্টেম্বর, শুক্রবার। তাই, ২০২১-এ বিশ্বকর্মা পুজোও পড়েছে ১৭ সেপ্টেম্বর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ ভাদ্র। এই দিন মধ্যরাত ০১টা বেজে ২৯ মিনিট নাগাদ বিশ্বকর্মা পুজোর সময়কাল।

বিশ্বকর্মা পুজোর তাৎপর্য

বৈদিক দেব বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। স্থাপত্য, শিল্প, সৃষ্টি এবং বিভিন্ন নির্মাণই হল তাঁর কর্ম। কারিগরী শিল্প বিশ্বকর্মার হাত ধরেই এসেছে বলে বিশ্বাস। পৌরাণিক কাহিনী অনুসারে, প্রাচীনকালের সমস্ত অস্ত্রশস্ত্র ও প্রাসাদগুলি ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। কথিত আছে, ভগবান ব্রহ্মা বিশ্বজগতের সৃষ্টির দায়িত্ব তাঁর হাতে অর্পণ করেছিলেন। তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টিশক্তির দেবতা। তিনি 'দেবশিল্পী' নামে পরিচিত। বিশ্বকর্মা লঙ্কা নগরীর নির্মাতা, তিনি বিশ্বভুবন নির্মাণ করেন। দেবতাদের অস্ত্রও তাঁরই হাতে তৈরি। পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেছেন, এমনটাই বিশ্বাস।

বিশ্বকর্মা পুজোর দিনে বিভিন্ন কলকারখানা, শিল্প, অফিস, দোকান, বাড়িতে যাদের গাড়ি বা মেশিন আছে এবং অন্যান্য নির্মাণ স্থানেও বিশ্বকর্মার পূজা সর্বাধিক প্রচলিত। এই দিনে সমস্ত রকম যন্ত্রপাতির বিশেষ পূজা করার রীতি রয়েছে। শিল্পী, কারিগর, তাঁতি এবং ব্যবসায়ীরা কন্যা সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো করে থাকেন। স্বর্ণকার, কর্মকার, দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকে। কাজের ক্ষেত্রে শ্রীবৃদ্ধির জন্য বিশ্বকর্মার পুজো করা হয়। তাঁর পূজা করার মাধ্যমে ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ হয়, ব্যবসা-বাণিজ্যে বৃদ্ধি হয়।

পাশাপাশি এই দিনে চলে ঘুড়ির লড়াই। ছোট-বড় সকলে এই দিন ঘুড়ি ওড়ানোয় মেতে ওঠে। সারাটা দিন রংবেরঙের ঘুড়ির মেলায় আকাশ যেন এক অপরূপ রুপ ধারণ করে।

FAQ's
  • ২০২১-এ বিশ্বকর্মা পূজার দিন ও শুভ মুহুর্ত

    অন্যান্য বারের মতো এবছরও বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর।এই দিন মধ্যরাত ০১টা বেজে ২৯ মিনিট নাগাদ বিশ্বকর্মা পুজোর সময়কাল।

English summary

Vishwakarma Puja 2021 : Date, Shubh Muhurat And Significance In Bengali

Vishwakarma Puja is a day of celebration for Vishwakarma, a Hindu god, the divine architect. Know about the date, puja muhurat, and significance.
Story first published: Wednesday, September 15, 2021, 12:37 [IST]
X
Desktop Bottom Promotion