For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pitru Paksha: পিতৃপক্ষেও মেনে চলুন বাস্তুশাস্ত্র, সংসারে ফিরবে সুখ-শান্তি!

|

পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে এবং তাঁদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের সময় তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র মতে, পূর্বপুরুষরা এই সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। চলতি বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর থেকে, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

Vastu Tips To Do In Pitru Paksha For Prosperity In Life

বাস্তুশাস্ত্রে পিতৃপক্ষ সংক্রান্ত কিছু বিশেষ উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি মেনে চললে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ, সমৃদ্ধি ফেরে।

এই দিকে পূর্বপুরুষদের ছবি লাগান

এই দিকে পূর্বপুরুষদের ছবি লাগান

পূর্বপুরুষদের ছবি ভুল দিকে লাগানো হলে পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বাস্তু মতে, পূর্বপুরুষদের ছবি লাগানোর জন্য সবচেয়ে শুভ দিক হল দক্ষিণ। তাই বাড়ির দক্ষিণ দিকে পিতৃপুরুষের ছবি লাগান। তবে পূর্বপুরুষের ছবি এমন জায়গায় রাখবেন না, যেখানে আসা-যাওয়ার সময় ছবিটার ওপর বারবার সকলের চোখ পড়ে।

এই সব জায়গায় পূর্বপুরুষদের ছবি লাগাবেন না

এই সব জায়গায় পূর্বপুরুষদের ছবি লাগাবেন না

ঘরের ভুল দিকে পিতৃপুরুষের ছবি রাখলে বাস্তু দোষ দেখা দেয়। এতে পিতৃপুরুষের পাশাপাশি দেবতারাও ক্ষুব্ধ হন। যে কারণে পরিবারে কলহ দেখা দেয় এবং সুখ-সমৃদ্ধি দূর হয়। এছাড়াও, পিতৃপুরুষের ছবি কখনই শোওয়ার ঘর, পূজার ঘর বা রান্নাঘরে রাখা উচিত নয়। এই স্থানগুলিতে পূর্বপুরুষদের ছবি রাখা বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ।

পিতৃপক্ষের প্রতিদিন এই কাজ করুন

পিতৃপক্ষের প্রতিদিন এই কাজ করুন

পিতৃপক্ষের প্রতিদিন সকালে মূল দরজায় জল নিবেদন করুন। সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান। পূর্বপুরুষদের সন্তুষ্ট রাখতে বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখুন।

পিতৃপুরুষদের সন্তুষ্ট করার উপায়

পিতৃপুরুষদের সন্তুষ্ট করার উপায়

পিতৃপক্ষে পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য ব্রাহ্মণ ভোজন করানোর নিয়ম আছে। পূর্ণ সাত্ত্বিক ও ধর্মীয় চিন্তাধারায় অধিকারী ব্রাহ্মণদেরই ভোজন করান। পিতৃপক্ষে পশু-পাখিদের খাবার ও জল দিলে বিশেষ লাভ হয়। এদের খেতে দিলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন।

English summary

Vastu Tips To Do In Pitru Paksha For Prosperity In Life In Bengali

According to Vastu, there are some tips to do in Pitru Paksha to get happiness and prosperity in life. Let us know about such vastu tips.
X
Desktop Bottom Promotion