For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips For Parijat : বাড়ির এই দিকে লাগান শিউলি গাছ, কেটে যাবে বাস্তু দোষ ও অর্থাভাব!

|

আজকালকার স্ট্রেসফুল ও ব্যস্ত জীবনযাত্রা থেকে কিছুক্ষণের মানসিক শান্তির জন্য অনেকেই বাড়িতে বিভিন্ন গাছ-গাছালি রোপণ করেন। গাছপালা আমাদের মন শান্ত করে এবং স্বাস্থ্যও ভাল রাখে। বিশেষ করে, ফুলের গাছ মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর।

Vastu Tips For Parijat

কিছু গাছ লাগানো হয় শুধুমাত্র বাড়ির সাজসজ্জার জন্য, আবার এমন কিছু গাছ আছে যেগুলি বাড়িতে সুখ, সমৃদ্ধি বয়ে আনে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে শিউলি গাছ থাকলে সংসারে সর্বদা সুখ-শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলের উন্নতি হয়। জেনে নিন, বাস্তু মতে শিউলি গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত এবং এই গাছ লাগালে কী কী উপকার হয় -

১) মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়

১) মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়

পৌরাণিক কাহিনী অনুসারে, শিউলি গাছের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে। কথিত আছে, যে বাড়িতে শিউলি গাছ থাকে সেখানে সর্বদাই মা লক্ষ্মী বাস করেন। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকে।

২) বাস্তু দোষ দূর হয়

২) বাস্তু দোষ দূর হয়

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে শিউলি গাছ লাগালে বাস্তু দোষ দূর হয়। বাস্তুর নিয়ম মেনে শিউলি গাছ লাগালে ঘরে ধনধান্যের অভাব হয় না।

৩) ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে

৩) ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে

বাস্তুশাস্ত্র অনুসারে, শিউলি ফুলের গাছ উত্তর-পূর্ব দিকে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ঘরে ইতিবাচক শক্তির বাস হয়। পরিবারে বাদ-বিবাদ হয় না এবং জীবনে উন্নতি হয়। মন্দিরের কাছে এই গাছ লাগালে তা বেশি ফলদায়ক।

বনবাসের সময় মাতা সীতা শিউলি ফুল দিয়ে সাজতেন, জানুন এই ফুলের ধর্মীয় তাৎপর্যবনবাসের সময় মাতা সীতা শিউলি ফুল দিয়ে সাজতেন, জানুন এই ফুলের ধর্মীয় তাৎপর্য

৪) এই দিকে লাগাবেন না

৪) এই দিকে লাগাবেন না

শিউলি গাছ ভুলেও দক্ষিণ দিকে লাগাবেন না। এতে বাড়ির উপর অশুভ শক্তির প্রভাব বাড়ে।

৫) স্ট্রেস দূর হয়

৫) স্ট্রেস দূর হয়

শিউলি ফুলের সুগন্ধে মানসিক চাপ দূর হয়। বাড়িতে এই গাছ লাগালে এর সুগন্ধেই মনে শান্তি আসে।

৬) স্বাস্থ্য ভাল থাকে

৬) স্বাস্থ্য ভাল থাকে

বিশ্বাস করা হয়, বাড়িতে শিউলি গাছ লাগালে স্বাস্থ্য ভাল থাকে এবং দেবী লক্ষ্মীর কৃপায় দীর্ঘায়ুর আশীর্বাদ মেলে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আয়ুর্বেদ শাস্ত্রেও শিউলির উপকারিতা সম্পর্কে উল্লেখ আছে। এর সেবনে অনেক রোগ সেরে যায়।

English summary

Vastu Tips For Parijat : Prosperity comes by planting a Parijat plant in the house!

Vastu Tips For Parijat : Prosperity comes by planting a Parijat plant in the house! Read on.
X
Desktop Bottom Promotion