For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips : রান্নাঘরে বেলন-চাকি রাখার সময় এই ভুলগুলি করবেন না যেন!

|

রান্নাঘর বাড়ির একটি গুরুত্বপূর্ণ স্থান। কথিত আছে, এখানে দেবী অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর বাস, তাই রান্নাঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। এছাড়াও, রান্নাঘরের সমস্ত জিনিসপত্রের দিকেও খেয়াল রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরের সব জিনিসপত্র সঠিকভাবে সঠিক স্থানে না রাখলে বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে।

আজকের আর্টিকেলে বেলন-চাকি রাখার নিয়ম সম্পর্কে বলব। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বেলন-চাকি কেনা এবং সেগুলি রাখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলি না মানা হলে পরিবারে নানা সমস্যা দেখা দিতে পারে।

Vastu Tips for keeping Chakla and Belan

১) বাস্তুশাস্ত্র অনুসারে, বেলুন-চাকি কেনার একটি নির্দিষ্ট দিন রয়েছে। এই দিনেই যদি এগুলি কেনা হয়, তবে তা পরিবারের জন্য অত্যন্ত শুভ। জ্যোতিষীদের মতে, বুধবার বেলুন-চাকি কেনা সবচেয়ে শুভ। খুব জরুরি হলে যে কোনও দিন কিনতে পারেন। তবে মঙ্গল ও শনিবার ভুলেও বেলুন ও চাকি কিনবেন না।

২) প্রতিবার রুটি বেলার পর বেলুন-চাকি ভাল করে পরিষ্কার করে রাখা উচিত। ঠিকভাবে পরিষ্কার করে না রাখলে ঘরে নেতিবাচক এনার্জির প্রবেশ হয়, আর্থিক সংকট দেখা দেয় এবং স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ে।

৩) বেলুন-চাকি ভুলেও উল্টো করে রাখবেন না। যে কোনও শস্য এবং আটা ময়দার কৌটোর উপরেও রাখবেন না। এতে ঘরে অভাব-অনটন দেখা দেয় বলে বিশ্বাস।

৪) ভাঙা বেলুন-চাকিও ব্যবহার করা উচিত নয়।

৫) রুটি বেলার সময় বেলুন-চাকিতে আওয়াজ করবেন না। কথিত আছে, এই ভাবে বেলুন-চাকি ব্যবহার করলে ঘরে ঝগড়া-ঝামেলা আরও বাড়ে।

আরও পড়ুন : বাড়িতে অবশ্যই রাখুন এই ৯টি জিনিস, সৌভাগ্যের দরজা খুলে যাবে!

English summary

Vastu Tips for keeping Chakla and Belan in Bengali

Here We are talking about vastu tips for keeping Chakla and Belan. Read On.
Story first published: Friday, August 19, 2022, 18:29 [IST]
X
Desktop Bottom Promotion