For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Varuthini Ekadashi 2022 : বরুথিনী একাদশী ব্রত পালনে সকল পাপ থেকে মুক্তি মেলে! জানুন তিথি ও শুভক্ষণ

|

হিন্দু পঞ্জিকা অনুসারে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী 'বরুথিনী' নামে খ্যাত। চলতি বছর ২৬ এপ্রিল বরুথিনী একাদশী। প্রকৃত ভক্তি সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিষ্ণুর বামন অবতারের জন্মের পর থেকে এই একাদশী শুরু হয়েছে। তাই এই একাদশীতে বামন অবতারের পুজো করার বিধান রয়েছে।

Varuthini Ekadashi 2022

বরুথিনী একাদশী ব্রত পালনে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয় এবং জীবনে শান্তি লাভ করা যায়। আসুন জেনে নেওয়া যাক, বরুথিনী একাদশীর তিথি, শুভক্ষণ, পূজা পদ্ধতি -

বরুথিনী একাদশীর তিথি ও শুভক্ষণ

বরুথিনী একাদশীর তিথি ও শুভক্ষণ

চলতি বছর বরুথিনী একাদশী পড়েছে ২৬ এপ্রিল, মঙ্গলবার।

একাদশী তিথি শুরু - ২৬ এপ্রিল, মধ্যরাত ০১টা ৩৭ মিনিটে

একাদশী তিথি শেষ - ২৭ এপ্রিল, মধ্যরাত ১২টা ৪৭ মিনিটে

ব্রত ভঙ্গের সময় - ২৭ এপ্রিল, সকাল ০৬টা ৪১ থেকে সকাল ০৭টা ৪২ পর্যন্ত।

বরুথিনী একাদশীর মাহাত্ম্য

বরুথিনী একাদশীর মাহাত্ম্য

বরুথিনী একাদশী ব্রত পালন করলে জীবনে সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটে। সকল প্রকার পাপের বিনাশ এবং মোক্ষ লাভও হয়। দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়। ভক্তিভরে বরুথিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই একাদশী দারিদ্র্য নাশ করে এবং কষ্ট থেকে মুক্তি দেয়।

বরুথিনী একাদশী ব্রত বিধি

বরুথিনী একাদশী ব্রত বিধি

ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে একাদশীর ব্রতের সংকল্প নিন। বরুথিনী একাদশীর দিন নির্জলা উপবাস পালন করা হয়। এ দিন সঠিক বিধি মেনে ভক্তিভরে ভগবান বিষ্ণুর পূজা করুন। নারায়ণের সঙ্গে দেবী লক্ষ্মীরও পূজা করুন। এই দিনে অশ্বত্থ গাছের পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর আগের দিন থেকেই আমিষ জাতীয় খাবার বর্জন করুন।

English summary

Varuthini Ekadashi 2022: Date, Muhurat, Puja Vidhi and Significance in Bengali

Varuthini Ekadashi 2022: Check Varuthini Ekadashi Date, Muhurat, Puja Vidhi, Significance in Bengali.
Story first published: Monday, April 25, 2022, 17:49 [IST]
X
Desktop Bottom Promotion