Just In
- 8 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 9 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
- 15 hrs ago
Surya Gochar 2022 : সিংহ রাশিতে সূর্যের গোচর, অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের!
- 23 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১১ অগস্টের রাশিফল
Surya Gochar 2022 : ১৫ জুন রাশি পরিবর্তন করবে সূর্য, ভাল সময় শুরু হবে এই রাশির জাতকদের!
১৫ জুন, বুধবার সূর্য বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে। ১৬ জুলাই পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করলে সেই তারিখকে সংক্রান্তি বলা হয়। তাই সূর্যের মিথুন রাশিতে প্রবেশকে মিথুন সংক্রান্তি বলা হয়।
মিথুন রাশিতে সূর্যের গোচরের ফলে কিছু রাশির জাতক জাতিকারা লাভবান হতে পারেন। আবার কিছু রাশির জাতক চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও পড়তে পারেন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা সূর্যের গোচরকালে সাফল্য পাবেন-

মিথুন রাশি
এই সময়ে আপনি কর্মক্ষেত্রে খুব সক্রিয় থাকবেন, যে কারণে ভাল ফলাফলও পাবেন। আটকে থাকা পরিকল্পনা এই সময়ে আবার শুরু হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে ভাল লাভ পেতে পারেন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে একটু সতর্ক থাকতে হবে।

সিংহ রাশি
এই সময় আর্থিক লাভ হবে। আপনি যদি কোথাও বিনিয়োগ করে থাকেন তবে আর্থিক লাভ হতে পারে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের কথায় মানুষ প্রভাবিত হতে পারে। কিছু জাতক মনের মতো চাকরি পেতে পারেন। এই সময়কালে আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। ব্যবসায় বৃদ্ধি হতে পারে।

কন্যা রাশি
এই সময়ে কন্যা রাশির বেকার জাতক জাতিকারা চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চলেছেন, তাঁদের জন্য সূর্যের গোচর শুভ হবে। তবে এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।

তুলা রাশি
শিক্ষাক্ষেত্রের বাধা দূর হবে। ব্যবসায়ীদের কাজের জন্য দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। কিছু জাতক জাতিকা পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। এই সময়ে সমাজের কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সরকারি চাকুরিজীবীদের সময়টি ভাল কাটবে।

কুম্ভ রাশি
লভ লাইফ ভালই কাটবে। এই রাশির শিক্ষার্থীদের একাগ্রতা বৃদ্ধি হবে। এই সময় সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে।
Disclaimer
:
এই
আর্টিকেলে
যে
তথ্য
দেওয়া
হয়েছে
তা
যে
সম্পূর্ণ
মিলে
যাবে,
এমনটা
দাবি
করছে
না
বোল্ডস্কাই
বাংলা।
জ্যোতিষীদের
তথ্যের
ভিত্তিতে
এই
আর্টিকেলটি
লেখা
হয়েছে।