Just In
- 2 hrs ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 18 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 19 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
Surya Gochar 2022: মিথুন রাশিতে সূর্যের গোচর, রাতারাতি ভাগ্য বদলাবে এই রাশির জাতকদের!
১৫ জুন রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে। ১৬ জুলাই পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। সূর্যের রাশি পরিবর্তনের জন্য মেষ থেকে মীন সমস্ত রাশির উপরই প্রভাব পড়বে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক লাভবান হবেন, আবার কিছু রাশির জাতকরা সমস্যায় পড়তে পারেন। জেনে নিন, আপনার জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি
পিতার স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনার ভাই-বোনও অসুস্থতায় ভুগতে পারেন। অচেনা কারও সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে, তাই খুব সতর্ক থাকুন।

বৃষ রাশি
পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সমস্যা হতে পারে। যাঁরা প্রপার্টিতে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তাঁরা ভাল আয় করবেন। জীবনসঙ্গী স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।

মিথুন রাশি
এই সময়ে আপনি খুব রেগে থাকবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। তাই নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

কর্কট রাশি
এই সময় বিদেশ সফর হতে পারে। কর্মক্ষেত্রের সকল সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্য খারাপ হতে পারে।

সিংহ রাশি
আর্থিক দিক ঠিকঠাক থাকবে। এই সময়ে প্রচুর ধন-সম্পদ অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি পাবে এবং পদোন্নতিও হতে পারে। বন্ধুবান্ধব এবং পরিবারের সাপোর্ট পাবেন। চাকুরিজীবীরা সাফল্য পাবেন।

কন্যা রাশি
কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স সময়ের সাথে সাথে আরও ভাল হবে এবং আপনার পদোন্নতিও হবে। পিতা-মাতার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
আরও পড়ুন :১৫ জুন রাশি পরিবর্তন করবে সূর্য, ভাল সময় শুরু হবে এই রাশির জাতকদের!

তুলা রাশি
এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। ধন লাভ হবে। পিতার সাপোর্ট পাবেন। এই সময় ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।

বৃশ্চিক রাশি
এই সময়টি খুব ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। আর্থিক ক্ষতি হতে পারে, তাই অর্থ লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। অফিসে কঠোর পরিশ্রম করুন এবং বাদ-বিবাদ এড়িয়ে চলুন।

ধনু রাশি
বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।

মকর রাশি
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন এবং খুব সতর্ক থাকুন। এই সময় আপনি আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আদালতের মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।

কুম্ভ রাশি
আপনি আপনার সন্তানদের নিয়ে কোনও সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপ থাকবে। জীবনসঙ্গীরও স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

মীন রাশি
পরিবারে কোনও সমস্যা হতে পারে। এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হবে, তাই তাঁর যত্ন নিন। কর্মক্ষেত্রে সমস্যা চলবে। হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
Disclaimer
:
এই
আর্টিকেলে
যে
তথ্য
দেওয়া
হয়েছে
তা
যে
সম্পূর্ণ
মিলে
যাবে,
এমনটা
দাবি
করছে
না
বোল্ডস্কাই
বাংলা।
জ্যোতিষীদের
তথ্যের
ভিত্তিতে
এই
আর্টিকেলটি
লেখা
হয়েছে।