For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ১৪ ডিসেম্বর, জানুন কখন এবং কোথায় দেখা যাবে এটি

|

২০২০ সাল শেষ হতে আর বেশি দেরি নেই। কিছুদিন আগেই বছরের শেষ চন্দ্রগ্রহণের স্বাক্ষী ছিলাম আমরা। এবার আমরা বছরের শেষ সূর্যগ্রহণের স্বাক্ষী হতে চলেছি। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের সঙ্গে একই রেখায় অবস্থান করে, তখন চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায়। তাকেই বলা হয় সূর্যগ্রহণ। এই বছর মোট ৬টি গ্রহণ পড়েছিল, যার মধ্যে একটি সূর্যগ্রহণ এবং চারটি চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এবং এই মাসে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। তাহলে এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, বছরের শেষ সূর্যগ্রহণ সম্পর্কিত সমস্ত তথ্য।

Solar Eclipse December 2020: Date, time, sutaka kaal, significance, when and where to watch

সূর্যগ্রহণের তারিখ এবং সময়

সূর্যগ্রহণের তারিখ এবং সময়

২০২০ সালে বছরের শেষ সূর্যগ্রহণ ১৪ ডিসেম্বর হতে চলেছে। ভারতীয় সময় অনুসারে, এই গ্রহণটি শুরু হবে সন্ধ্যে ৭টা বেজে ৩ মিনিট নাগাদ এবং শেষ হবে মধ্যরাত ১২টা বেজে ২৩ মিনিটে। এই গ্রহণের সময়কাল প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত চলবে। এটি ভারতে দেখা যাবে না। এই কারণে এর কোনও সুতক কালও বৈধ হবে না।

কোথায় কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?

কোথায় কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?

বছরের শেষ সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এই গ্রহণটি দক্ষিণ আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো-র কিছু অংশ থেকে দেখা যাবে।

এই বছর মোট গ্রহণের তালিকা

এই বছর মোট গ্রহণের তালিকা

প্রথম গ্রহণ : ১০-১১ জানুয়ারি, চন্দ্রগ্রহণ

দ্বিতীয় গ্রহণ : ৫ জুন, চন্দ্রগ্রহণ

তৃতীয় গ্রহণ : ২১ জুন, সূর্যগ্রহণ

চতুর্থ গ্রহণ : ৫ জুলাই, চন্দ্রগ্রহণ

পঞ্চম গ্রহণ : ৩০ নভেম্বর, চন্দ্রগ্রহণ

ষষ্ঠ গ্রহণ : ১৪ ডিসেম্বর, সূর্যগ্রহণ

আরও পড়ুন : শুক্র গ্রহ প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশিতে, দেখুন এটি কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

English summary

Solar Eclipse December 2020: Date, time, sutaka kaal, significance, when and where to watch

The last solar eclipse of year 2020 will occur on December 14 (Monday). In India the solar eclipse will start at 07:03 in the evening and will end at 12:23 pm.
X
Desktop Bottom Promotion