For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Surya Grahan 2023: জানেন কি গ্রহণের সময় কেন তুলসী পাতা ব্যবহার করা হয়?

|

চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা হলেও, এর সাথে অনেক ধর্মীয় বিশ্বাস জড়িত। গ্রহণকে ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে খুবই অশুভ বলে মনে করা হয়। সূর্য ও চন্দ্র গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলা হয়। তাই গ্রহণকালে অনেক কাজ করা নিষিদ্ধ।

Why is Tulsi leaf added to food items during surya grahan

গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে এই সময় তুলসী পাতা ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক, গ্রহণের সময় কেন তুলসী পাতা ব্যবহার করতে বলা হয় -

নেতিবাচক প্রভাব দূর করে তুলসী

নেতিবাচক প্রভাব দূর করে তুলসী

কথিত আছে যে, প্রতিদিন তুলসীর দর্শন করলে এবং পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। যে বাড়িতে তুলসী গাছ ভাল অবস্থায় থাকে, সেখানে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সূর্যগ্রহণের সময় পৃথিবীতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়, তাই গ্রহণের সময় তুলসীর ব্যবহার শুদ্ধি করতে সহায়তা করে। এটাও বিশ্বাস করা হয় যে, নেতিবাচকতার পাশাপাশি তুলসী অশুভ শক্তির প্রভাবও প্রতিরোধ করে।

তুলসী কী ভাবে ব্যবহার করবেন?

তুলসী কী ভাবে ব্যবহার করবেন?

স্নানের জলে তুলসী পাতা দিন। গ্রহণ শেষ হলে বাড়ির সকল সদস্যকে সেই জলে স্নান করতে হবে। ঘর পরিষ্কার করুন এবং চারিদিকে তুলসী জল ছিটিয়ে পবিত্রতা ফিরিয়ে আনুন। এতে গ্রহণের খারাপ প্রভাব থেকে বাড়ির পরিবেশও মুক্ত হবে। গ্রহণের সময় খাবার ও পানীয়তে তুলসী পাতা রাখলে খারাপ প্রভাব পড়বে না। শাস্ত্র মতে, গ্রহণের সময় বা তার আগে সংরক্ষিত খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়।

শাস্ত্রে গ্রহণের সময় খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে, গ্রহণের সময় মারাত্মক জীবাণু বায়ুমণ্ডলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই জীবাণু খাদ্য ও জলকে দূষিত করে, তাই খাদ্য ও জলের পাত্রে তুলসী দিয়ে রাখলে তা জীবাণুমুক্ত থাকে।

গ্রহণের সময় খাবারে কেন তুলসী পাতা রাখা হয়?

গ্রহণের সময় খাবারে কেন তুলসী পাতা রাখা হয়?

বিশ্বাস করা হয় যে, সূর্যগ্রহণের সময় বায়ুমণ্ডলে উপস্থিত রশ্মি নেতিবাচক প্রভাব ফেলে। এই সময়ে যদি খাবার এবং পানীয় খোলা ভাবে রাখা হয় কিংবা গ্রহণের সময়ে কিছু খাওয়া বা পান করা হয়, তবে এই রশ্মির নেতিবাচক প্রভাব সেই জিনিসে পৌঁছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে।

তুলসী পাতায় পারদ থাকে। আর, পারদের উপর রশ্মির কোনও প্রভাব পড়ে না। মনে করা হয়, গ্রহণের সময় মহাবিশ্ব থেকে আসা নেতিবাচক শক্তি তুলসীর কাছে আসার সঙ্গে সঙ্গেই নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণে, তুলসী পাতা যে সমস্ত জিনিসে রাখা হয়, সেই সব জিনিস বায়ুমণ্ডলে উপস্থিত রশ্মির নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়। তাই সেই সব জিনিসকে শুদ্ধ বলে মনে করা হয়।

Disclaimer : এই আর্টিকেলে দেওয়া সমস্ত তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা একে সমর্থন করে না।

English summary

Solar Eclipse 2023: Why is Tulsi leaf added to food items during surya grahan in Bengali

Solar Eclipse April 2023: Why is Tulsi leaf added to food items during surya grahan in Bengali. Take a look.
X
Desktop Bottom Promotion