Just In
- 45 min ago
Budh Gochar August 2022 : কন্যা রাশিতে বুধের গোচর, কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে? জেনে নিন
- 8 hrs ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটবে? জানতে দেখুন ১৯ অগস্টের রাশিফল
- 19 hrs ago
রোজ একই রকম ভাবে ওটস খেতে খেতে বিরক্ত? স্বাদ বদলাতে বানিয়ে নিন ওটসের উপমা
- 20 hrs ago
গর্ভাবস্থায় খিদে মেটাতে ডায়েটে রাখুন এই ৫ পুষ্টিকর খাবার!
বট সাবিত্রী ব্রতর দিনই পড়েছে সূর্যগ্রহণ, জানুন পুজো করার শুভ সময় ও কখন ভুলেও পুজো করা উচিত নয়
হিন্দু ধর্মে বট সাবিত্রী ব্রত-র বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্রত পালন করেন। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে বট সাবিত্রী ব্রত উদযাপিত হয়। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালে এই ব্রত ১০ জুন, বৃহস্পতিবার পালিত হবে।
এবছরের বট সাবিত্রী পুজো নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই দিনেই বছরের প্রথম সূর্যগ্রহণ ও শনি জয়ন্তী পড়েছে। আর সূর্যগ্রহণের সময় কোনও ধরণের শুভ কাজ করা হয় না। তাই, বট সাবিত্রী পুজো নিয়ে বিবাহিত মহিলাদের মনে আশঙ্কা রয়েছে। এই আর্টিকেলে জেনে নিন কোন সময় বট সাবিত্রী পুজো করা উচিত হবে।

সূর্যগ্রহণের সময়
১০ জুন, সূর্যগ্রহণ দুপুর ১টা ৪২ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শেষ হবে। সূর্যগ্রহণের মোট সময়কাল প্রায় পাঁচ ঘণ্টা হবে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে, তাই ভারতে সূতক কাল মান্য হবে না। ফলে পূজার কাজে কোনও বাধা থাকবে না। মহিলারা পূজা করতে পারেন। তবে এই বছর আপনাকে কেবল শুভ সময়েই পূজা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন :Shani Jayanti 2021 : শনির সাড়ে সাতির প্রভাব থেকে বাঁচতে শনি জয়ন্তীতে পূজা করুন, জেনে নিন দিন-ক্ষণ

বট সাবিত্রী ব্রত তারিখ ও পূজার শুভ সময়
বট সাবিত্রী ব্রত-র তারিখ - ১০ জুন, বৃহস্পতিবার
জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু - ৯ জুন, বুধবার দুপুর ১টা ৫৭ মিনিটে
জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শেষ - ১০ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টা ২২ মিনিটে
বট সাবিত্রী ব্রত ভঙ্গ - ১১ জুন, শুক্রবার
শুভ সময়
অভিজিৎ মুহুর্ত - বেলা ১১টা ৫৯ মিনিট থেকে দুপুর ১২টা ৫৩ মিনিট পর্যন্ত।
অমৃত কাল - সকাল ৮টা ৮ মিনিট থেকে সকাল ৯টা ৫৬ মিনিট পর্যন্ত।
ব্রহ্ম মুহুর্ত - ভোর ৪টা ৮ মিনিট থেকে সকাল ৪টা ৫৬ মিনিট পর্যন্ত।

এই সময়কালে পূজা করবেন না
রাহুকাল - দুপুর ২টো ৩০ মিনিট থেকে ৩টে ৪৭ মিনিট পর্যন্ত।
যমগণ্ড - সকাল ৫টা ৪৪ মিনিট থেকে ৭টা ২৪ মিনিট পর্যন্ত।
আডল যোগ - সকাল ৪টা ৫৭ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।
দুর্মুহূর্ত - সকাল ১০টা ১২ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত।
কুলিক কাল- সকাল ৯টা ৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন :Surya Grahan 2021 : আপনার রাশির ওপর কেমন প্রভাব ফেলবে বছরের প্রথম সূর্যগ্রহণ? জেনে নিন

বট সাবিত্রী ব্রতকথা
বট সাবিত্রী অমাবস্যার পূজা সম্পর্কিত গল্প অনুসারে, সাবিত্রী ছিলেন অশ্বপতির কন্যা। সত্যবানকে সাবিত্রী নিজের স্বামী হিসেবে গ্রহণ করেন। সত্যবান কাঠ কাটতে বনে যেতেন এবং সাবিত্রী তার অন্ধ শ্বশুর-শাশুড়ির সেবা করার পরে সত্যবানের পিছনে পিছনে বনে যেতেন।
একদিন সত্যবান কাঠ কাটতে গিয়ে মাথা ঘুরে যায় এবং সে গাছ থেকে নেমে নীচে বসে পড়ে। সেই সময়ে, মহিষে চড়ে যমরাজ সত্যবানের প্রাণ নিতে আসেন। সাবিত্রী তাঁকে চিনতে পেরে বলেন যে, সত্যবানের প্রাণ না নিতে।
যমরাজ তা প্রত্যাখ্যান করেন, কিন্তু সাবিত্রী তার জায়গা থেকে সরেননি। সাবিত্রীর পতিব্রতা ধর্ম দ্বারা সন্তুষ্ট হয়ে যমরাজ সাবিত্রীকে বরদান স্বরুপ অন্ধ শ্বশুর-শাশুড়ি চোখের জ্যোতি দেন এবং সাবিত্রীকে শত পুত্রের জন্ম দেওয়ার আশীর্বাদ করেন এবং সত্যবানকে ছেড়ে দেন।
সাবিত্রী বট গাছের নীচেই নিজের পতিব্রতা ধর্মের ফলে তাঁর মৃত স্বামীকে জীবিত করেছিলেন। এই কারণে, এই ব্রত 'বট সাবিত্রী ব্রত' নামে পরিচিত। বট পুজোর সাথে সম্পর্কিত ধর্মীয় বিশ্বাস অনুসারে, সেই থেকেই বিবাহিত মহিলারা এই দিনটিকে বট অমাবস্যা হিসেবে উপাসনা করেন।