For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Surya Grahan 2023: সূর্যগ্রহণের সময় ভুলেও এই ৮টি কাজ করবেন না, হতে পারে ঘোর অমঙ্গল!

|

২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না, যে কারণে এর সূতক সময়ও বৈধ হবে না। তবে সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। তাই এই সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তাহলে জেনে নিন সূর্যগ্রহণ চলাকালীন কী করবেন ও কী করবেন না -

Dos and donts to follow this Surya Grahan

সূর্যগ্রহণের সময় এই কাজগুলি করবেন না

১) সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, উভয়কেই জ্যোতিষশাস্ত্রে খুবই অশুভ বলে মনে করা হয়। তাই, গ্রহণকালে কোনও ধরনের শুভ কাজ করা উচিত নয়। কোনও নতুন কাজ শুরু করবেন না।

২) গ্রহণকালে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। তাই এই সময়ে কিছু খাবেন না এবং খাবার বানাবেনও না। গ্রহণের সময় ঘুমানো উচিত নয়।

৩) গ্রহণের সময় খাদ্য এবং জলের উপর নেতিবাচক প্রভাব পড়ে, তাই এই সময়ে রান্না করা খাবার এবং জলে তুলসী পাতা রাখুন, এর ফলে এই জিনিসগুলি শুদ্ধ থাকে বলে বিশ্বাস করা হয়।

৪) এই সময় ভগবানের পূজা করাও উচিত নয়। বাড়ির পূজা ঘরে ভগবানের ছবি বা মূর্তি ঢেকে রাখুন। গ্রহণের সময় সমস্ত মন্দিরের দরজাও বন্ধ থাকে।

৫) গ্রহণের সময় ভ্রমণ করতেও নিষেধ করা হয়।

৬) ছুরি, কাঁচি, সূঁচ, এই জাতীয় যেকোনও ধারালো জিনিস ব্যবহার করবেন না।

৭) গ্রহণের সময় নখ কাটা, চিরুনি ব্যবহারও নিষিদ্ধ।

৮) গ্রহণ চলাকালীন গোঁফ-দাড়ি কাটবেন না বা চুলও কাটবেন না।

সূর্যগ্রহণের সময় এই কাজগুলি করুন

১) গ্রহণকালে ইষ্ট দেবের মন্ত্রগুলি জপ করতে থাকুন।

২) গ্রহণ শেষ হলে ঘর পরিষ্কার করে নিন। ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন।

৩) গ্রহণ শেষ হওয়ার পর ভাল করে স্নান করুন।

৪) সূর্যগ্রহণে দানধ্যান করা খুবই শুভ বলে মনে করা হয়।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷

English summary

Solar Eclipse 2023: Dos and don'ts to follow this Surya Grahan

Here are the Dos and Don'ts to follow on the day of the solar eclipse. Read on.
X
Desktop Bottom Promotion