For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন দুর্গাপুজো বা নবরাত্রির ৯টি দিনের গুরুত্ব

By Oneindia Staff Writer
|

নবরাত্রি বা দুর্গাপুজো শুধু বাঙালি নয়, হিন্দুদের অন্যতম বড় উৎসব। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে যেমন দুর্গাপুজো অনেক বড় করে পালিত হয়, তেমনই দেশের অন্য প্রান্তে নবরাত্রি পালিত হয় মহা ধুমধাম করে। [পুজোর মরশুমে বেরিয়ে আসুন এই জায়গাগুলিতে]

মহালয়ার পরই প্রতিপদ শুরু হয়। এরপর দ্বিতীয়া, তৃতীয়া করে একটি একটি করে দিন গিয়ে আসে বিজয়া দশমাী। বাঙালিদের ক্ষেত্রে ষষ্ঠী থেকে শুরু হয় দেবীর আরাধনা, চলে নবমী পর্যন্ত। [রূপান্তরকামী হাতে এবার পূজিত হবেন দেবী দুর্গা]

প্রতিপদের পরে প্রথম দিন থেকে শুরু করে নবমী পর্যন্ত প্রতিটি দিনের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন, এই ৯টি দিনের গুরুত্ব।

প্রতিপদ

প্রতিপদ

মহালয়ার পরে প্রতিপদে দেবী দুর্গা হিমালয়ের কন্যা শৈলপুত্রীর রূপ নেন। শক্তির আর একটি রূপ এটি।

দ্বিতীয়া

দ্বিতীয়া

দ্বিতীয়ায় দেবী হন 'ব্রহ্মচারিণী'। পার্বতীর নানা রূপের মধ্য়ে একটি হল এই রূপ।

তৃতীয়া

তৃতীয়া

এইদিনে মা দুর্গা চন্দ্রঘণ্টরূপী হন। সাহসী ও সৌন্দর্যের প্রতীক এই রূপ।

চতুর্থী

চতুর্থী

চতুর্থীতে কুশমুণ্ডের রূপ নেন দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী দেবীর এই রূপে সারা বিশ্বের সৃষ্টিকর্ত্রী।

পঞ্চমী

পঞ্চমী

পঞ্চম দিনে স্কন্ধমালার রূপ নেন মা দুর্গা।

ষষ্ঠী

ষষ্ঠী

এদিন দেবী কাত্য়ায়ণী রূপে পূজিত হন। এই রূপটিতে রয়েছে চারটি হাত ও ত্রিনয়ন। দেবীর বাহন হল সিংহ।

সপ্তমী

সপ্তমী

নবরাত্রির সপ্তম দিনটিতে দেবী হন কালরাত্রি। এইদিনে ভক্তদের সাহস ও উৎসাহ প্রদান করেন মা।

অষ্টমী

অষ্টমী

এদিন দেবী হন মহাগৌরী। দেবীর এই রূপটি সবচেয়ে সুন্দর।

নবমী

নবমী

এইদিনে দেবী হন সিদ্ধিদাত্রী। অষ্টসিদ্ধিতে বেষ্টিত থাকেন দেবী।

English summary

Significance Of Each Day In Navratri

Significance Of Each Day In Navratri
X
Desktop Bottom Promotion