For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হিন্দুত্বে লাল রঙের গোপন রহস্য

By Lekhaka
|

লাল ভালবাসার রঙ।যদি বলি আপনার ভাগ্যের রঙ-ও লাল।কি বলবেন?ঘাবড়াবেন না। লাল এক অতি গুরুত্বপূর্ণ রঙ এবং তার সাথে বিস্ময়কর গোপন সম্পর্ক লুকিয়ে আছে,যা আমরা এই প্রবন্ধের মাধ্যমে জানাব।পড়ে দেখুন।লাল এক দারুণ রঙ।যদি ভাল করে ভেবে দেখেন, তাহলে দেখবেন হিন্দু যে কোনও আচার অনুষ্ঠান বা উৎসবে লাল রঙ অপরিহার্য্য অঙ্গ।

লালের প্রাধান্য সব সময়ই,বিশেষ করে হিন্দু বিয়েতে।কনের সাজসজ্জা থেকে সিঁদুর - সবের মধ্যেই লাল।লাল এক উষ্ণ রঙ।এটা এক ব্যক্তির মধ্যে এক অন্য রকমের শক্তির সঞ্চার করে।এই রঙ আপনার আবেগ ফুটিয়ে তোলে।লাল আপনার আশা আকাঙ্ক্ষা উদ্দীপ্ত করে ও আপনার জীবনে দৃঢ়তা আনে।লালের এই মাহাত্ম্য চিরকালীন,অবিচল এবং ভারতীয় সংস্কৃতিতে এর প্রয়োগ যথেচ্ছ।যে কোনও শুভ কাজে লালের প্রয়োগ অবশ্যই হবে।লাল ভারতীয়দের মতে পুণ্যের চিহ্ন ও একজনের ব্যক্তিগত জীবনের এক বিশেষ সময়,স্থান ও কার্য্যের প্রতীক। হয়ত বা সম্প্রদায় বিশেষের কাছে এর মানে একটু ভিন্ন কিন্ত সার্বিক অর্থে লালের গুরুত্ব সার্বজনীন। চলুন দেখি লালের গোপন সম্পর্ক জীবনের সাথে হিন্দর মতে।

হিন্দুত্বে লাল রঙের গোপন রহস্য

সিঁদুর
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সিঁদুর হল দেবী পার্বতী বা সতীর চিহ্ন।হিন্দু জ্যোতিষ অনুযায়ী,মেষরাশির অবস্থান কপালে।মেষের দেবতা হল মঙ্গল।যেহেতু মঙ্গলগ্রহের রঙ লাল,তাই শুভ মানা হয়।এর ফলে সৌভাগ্যের প্রতীক।তাই মানা হয় লাল রঙের সাথে সৌভাগ্যের প্রতীক।তাই মানা হয় লাল রঙের সাথে সৌভাগ্যের আগমন হয়।

তিলক
তিলক এমন স্থানে পরানো হয় যেটা ভগবান শিব,ধ্বংসের দেবতার চোখ বলে মানা হয়।তাই তিলক লাগানোর তাৎপর্য্য হল সেটা সমস্ত বিনাশকারি,ক্ষতিকারক শক্তির বিরুদ্ধে রক্ষা করে অন্তরের ঞ্জানকে।

যৌনতার রঙ
লাল রঙ ইতিবাচক শক্তির সঞ্চার করে যা যৌন ইচ্ছার উদ্রেকারী মনে করা হয়।এই জন্যই বিয়েতে কনেকে লাল রঙে সাজানো হয়।

লাল ক্ষুধা বাড়ায়
বলা হয় লাল রঙ ক্ষুধা বৃদ্ধি করে।সেইজন্যে অনেক সময় রেঁস্তোরাও লাল রঙে সাজানো হয়ে থাকে।

সাফল্য ও আকাঙ্ক্ষার রঙ
লাল কিছু অনুভূতির উদ্রেক করে যেমন - ঝুঁকি নেওয়ার সাহস,ভালবাসা,দৃঢ়তা,নমনীয়তা,ক্ষমতা,সংবেদনশীলতা,যৌনতা,উত্তেজনা,আত্ম-বিশ্বাস ও একাগ্রতা।

লালের অন্যদিক
শুভ,মঙ্গলময় দিক ছাড়া লালের কিছু নেতিবাচক দিকও আছে।মানুষের মধ্যে চাপা রাগ,উষ্ণস্বভাব, ঈর্ষা ও হিংসার উদ্রেক করে থাকের লাল রঙ।

English summary

হিন্দু ধর্মে লাল রঙ।হিন্দুত্বে লালের মাহাত্ম্য।লালের গুরুত্ব

The colour of love is red. What if we tell you that the colour of your destiny is also red? Don't be confused. Red is a highly significant colour and it has a few surprising secrets which we will reveal to you through this article. So, read on.
Story first published: Thursday, December 1, 2016, 11:44 [IST]
X
Desktop Bottom Promotion