For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এই সরস্বতী পুজোয় আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন, মিলবে সাফল্য!

|

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর উৎসব উদযাপিত হয়। হিন্দুধর্মের মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী সরস্বতীকে আমরা বিদ্যার দেবী হিসেবে পূজা করে থাকি। তাই এই বিশেষ দিনে সকল ছাত্র-ছাত্রীরা দেবীর পুণ্য দৃষ্টি লাভের জন্য তাঁর পুজো করে থাকে। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করে পড়ুয়ারা। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। এই দিন শিশুদের হাতেখড়ি দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে। পুজোর দিন ছেলে-মেয়ে সকলে বাসন্তী রঙের পোশাক পরে মায়ের পুজো করে। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন।

Saraswati Puja Mantra As Per Your Zodiac Signs

এই বছর ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার সরস্বতী পুজো পড়েছে। মা সরস্বতীর আশীর্বাদ পেতে তাঁর পূজা করার পাশাপাশি আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন। যে ব্যক্তির উপর মায়ের আশীর্বাদ থাকে, তার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সুখ, সম্পদ, খ্যাতি প্রাপ্তি হয়।

মেষ রাশি

মেষ রাশি

ওঁ বাগদেবী বাগীশ্বরী নম:

বৃষ রাশি

বৃষ রাশি

ওঁ কৌমুদি জ্ঞানদায়িনী নম:

মিথুন রাশি

মিথুন রাশি

ওঁ মা ভুবনেশ্বরী সরস্বত্যৈ নমঃ

কর্কট রাশি

কর্কট রাশি

ওঁ মা চন্দ্রিকা দৈব্যৈ নমঃ

সিংহ রাশি

সিংহ রাশি

ওঁ মা কমলহাস বিকাশিনী নমঃ

কন্যা রাশি

কন্যা রাশি

ওঁ মা প্রণবনাদ বিকাশিনী নমঃ

তুলা রাশি

তুলা রাশি

ওঁ মা হংসসুবাহিনী নমঃ

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ওঁ শারদৈ দৈব্যৈ চন্দ্রকান্তি নমঃ

ধনু রাশি

ধনু রাশি

ওঁ জগতি বীণাবাদিনী নমঃ

মকর রাশি

মকর রাশি

ওঁ বুদ্ধিদাত্রী সুধামূর্তি নমঃ

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ওঁ জ্ঞানপ্রকাশিনী ব্রহ্মচারিণী নমঃ

মীন রাশি

মীন রাশি

ওঁ বরদায়িনী মা ভারতী নমঃ

English summary

Saraswati Puja 2023: Saraswati Puja Mantra As Per Your Zodiac Signs

Saraswati Puja, also known as the Vasant Panchami is one of the most important festivals for the Hindus. On Saraswati Puja, worship Goddess Saraswati according to zodiac signs.
X
Desktop Bottom Promotion