For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Saraswati Puja 2023: পুজোর দিন ভুলেও এই কাজগুলো করবেন না, দেবী রুষ্ট হবেন!

|

হিন্দুধর্ম মতে, শিক্ষা, শিল্প ও সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। তিনি বিদ্যাদেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, প্রভৃতি নামে অভিহিতা। মূলত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনটি আবার বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মহা সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করে পড়ুয়ারা। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। আমাদের মনের সমস্ত অন্ধকার, খারাপ শিক্ষা দূর করে সঠিক শিক্ষার আলোয় জীবন আলোকিত করার জন্যই আমরা ঘরে ঘরে দেবীর পুজো করে থাকি। পঞ্জিকা অনুযায়ী, ২০২৩ সালে সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার।

এই দিন নিষ্ঠা ভরে, সঠিক বিধি মেনে মায়ের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলি সরস্বতী পুজোর দিন করলে দেবী রুষ্ট হন। তাহলে জেনে নিন কোন কোন কাজগুলি পুজোর দিন করা উচিত নয়।

Never Do These Things During Saraswati Puja

সরস্বতী পুজোর দিন যে কাজগুলো করবেন না

১) দেবী সরস্বতীর পুজোর সময় জ্বালানো প্রদীপ যাতে কোনওভাবে পুজো চলাকালীন নিভে না যায়, সেদিকে বিশেষ নজর দিন। কারণ পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া ঘোর অমঙ্গল বলে মনে করা হয়।

২) সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা পোশাক পরার চল রয়েছে, অন্য রঙের বস্ত্র না পরাই ভাল।

৩) সরস্বতী পুজোর দিন ভুল করেও সেলাইয়ের কোনও কাজ করতে নেই।

৪) সরস্বতী পুজোর দিন গাছ কাটা বা খেতের ফসল কাটা একেবারেই উচিত নয়, কারণ হিন্দুশাস্ত্র মতে, এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে। বরং এই বিশেষ দিনে গাছ লাগানো খুব শুভ বলে বিশ্বাস করা হয়।

৫) সরস্বতী পুজোর দিন ক্রোধ নিয়ন্ত্রণ করতে হয়।

৬) কাউকে খারাপ কথা বলবেন না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন।

৭) এই দিন হাত-পায়ের নখ ও চুল কাটবেন না, তবে খুব প্রয়োজন হলে সরস্বতী পুজোর আগের বা পরের দিন কাটতে পারেন।

আরও পড়ুন : এই সরস্বতী পুজোয় আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন, মিলবে সাফল্য!

English summary

Saraswati Puja 2023: Never Do These Things During Saraswati Puja

Saraswati Puja 2023: Never Do These Things During Saraswati Puja.
X
Desktop Bottom Promotion