For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রথযাত্রা ২০২০ : দেখে নিন রথযাত্রা শুভ সময় এবং এর বিশেষ গুরুত্ব

|

আজ অর্থাৎ ২৩ জুন শুরু হচ্ছে জগন্নাথ রথযাত্রা। জগন্নাথ রথযাত্রা ভারতের অন্যতম বৃহত্তম উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়। এইদিন জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে রথে চড়ে গুন্ডিচা-এর মন্দিরে যান। সেখান থেকে সাতদিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলা হয়। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে।

Ratha Yatra 2020

এই যাত্রায় তিনটি বিশাল রথ বিশেষভাবে সাজানো থাকে এবং ভক্তরা এই রথের দড়ি টানেন। পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা সবচেয়ে ধুমধাম করে পালিত হয়। তবে, এইবছর করোনা ভাইরাসের কারণে রথযাত্রার পরিবেশটা হবে একটু অন্যরকম। অন্যান্য বারের মতো অতিরিক্ত ধুমধাম করে পালিত না হলেও কেবলমাত্র নিয়ম রক্ষার্থে পালিত হবে রথযাত্রা।

২০২০ সালের রথযাত্রার দিন ও শুভ সময়

২০২০ সালের রথযাত্রার দিন ও শুভ সময়

এইবছর রথযাত্রা পড়েছে ২৩ জুন, মঙ্গলবার।

দ্বিতীয়া তিথি শুরু হবে - ২২ জুন, বেলা ১১টা বেজে ৫৯ মিনিটে।

দ্বিতীয়া তিথি শেষ হবে - ২৩ জুন বেলা ১১টা বেজে ১৯ মিনিটে।

যাত্রায় তিনটি রথ থাকে

যাত্রায় তিনটি রথ থাকে

এই রাজকীয় যাত্রার জন্য তিনটি রথ প্রস্তুত থাকে। এর মধ্যে একটি স্বয়ং ভগবান জগন্নাথের জন্য, একটি তাঁর বোন সুভদ্রার এবং তৃতীয়টি তাঁর দাদা বলরামের জন্য। এই তিনটি রথের উচ্চতা এবং রঙ আলাদা হয়।

সমস্ত রথের বিশেষ নাম রয়েছে

সমস্ত রথের বিশেষ নাম রয়েছে

পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে। জগন্নাথ দেবের রথের নাম ‘নান্দীঘোষ', বলরামের রথের নাম ‘তালধ্বজ' এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন'।

রথযাত্রা ২০২০ : কবে থেকে এবং কীভাবে শুরু হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রা? জেনে নিন বিস্তারিতরথযাত্রা ২০২০ : কবে থেকে এবং কীভাবে শুরু হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রা? জেনে নিন বিস্তারিত

জগন্নাথ দেবের রথে ১৮টি চাকা থাকে, বলরামের রথে থাকে ১৬টি চাকা। জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে ১২টি চাকা।

বসন্ত পঞ্চমী থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়

বসন্ত পঞ্চমী থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়

এই বিশাল রথগুলির নির্মাণে কোনও ধরনের ধাতব জিনিস ব্যবহার করা হয় না। রথগুলি পবিত্র এবং বিশেষ ধরনের নিম গাছের কাঠ থেকে তৈরি করা হয়। প্রথমত, এটি নিশ্চিত করা হয় যে, গাছটি স্বাস্থ্যকর এবং মঙ্গলজনক কিনা। রথ নির্মাণের জন্য কাঠ বাছাইয়ের প্রক্রিয়া বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয় এবং অক্ষয় ত্রিতিয়ার দিন থেকেই নির্মাণ কাজ শুরু হয়।

English summary

Rath Yatra 2020 : Date, Time And Importance of the Jagannath Puri chariot festival

Ratha Yatra 2020 : Date, Time And Importance of the Jagannath Puri chariot festival
X
Desktop Bottom Promotion