For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Radha Ashtami 2022 : রাধাষ্টমী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য

|

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। তাই এই দিনেই প্রতিবছর রাধাষ্টমী উদযাপিত হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরে ব্রজের রাওয়াল গ্রামে রাধারানীর জন্ম হয়েছিল। হিন্দু ধর্মে যখনই শ্রী কৃষ্ণের নাম নেওয়া হয়, তার সঙ্গে রাধাকেও স্মরণ করা হয়। রাধা ছাড়া কৃষ্ণের নাম অসম্পূর্ণ।

Radha Ashtami 2022 date and time

আসুন জেনে নেওয়া যাক, চলতি বছর রাধাষ্টমী কবে উদযাপিত হবে, রাধাষ্টমীর পূজা বিধি এবং এই ব্রতের তাৎপর্য সম্পর্কে -

রাধাষ্টমীর তিথি ও শুভক্ষণ

রাধাষ্টমীর তিথি ও শুভক্ষণ

২০২২ সালে রাধাষ্টমী পড়েছে ৪ সেপ্টেম্বর, রবিবার।

অষ্টমী তিথি আরম্ভ - ৩ সেপ্টেম্বর, দুপুর ১২টা ২৮ মিনিটে।

অষ্টমী তিথি সমাপ্ত - ৪ সেপ্টেম্বর, সকাল ১০টা ৩৯ মিনিটে।

পূজা বিধি

পূজা বিধি

রাধাষ্টমীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। পূজার স্থানে একটি জল ভর্তি কলস রাখুন এবং চৌকির উপর একটি লাল কাপড় বিছিয়ে তার উপরে রাধারানীর মূর্তি স্থাপন করুন। রাধারানীকে পঞ্চামৃত ও গঙ্গাজল দিয়ে স্নান করান। নতুন পোশাক এবং গয়না দিয়ে সাজিয়ে দিন। পূজায় সিঁদুর, কুমকুম, চাল, ফুল, ফল, মিষ্টি, ধূপ এবং প্রদীপ নিবেদন করুন। সঠিক বিধি মেনে পূজার্চনা করুন। রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন এবং ব্রত কথা শুনুন বা পাঠ করুন। সবশেষে আরতি করুন। এই দিন অবশ্যই রাধা চালিসা পাঠ করুন।

রাধাষ্টমী ব্রতের তাৎপর্য

রাধাষ্টমী ব্রতের তাৎপর্য

শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ভালবাসার প্রতীক বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাধা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই, রাধাষ্টমীতে রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা করা হয়। কথিত আছে, যে বিবাহিত দম্পতিরা রাধাষ্টমীর ব্রত পালন করেন এবং নিয়মানুসারে রাধাকৃষ্ণের পূজার্চনা করেন, তাঁদের জীবনে সর্বদা সুখ, শান্তি থাকে এবং স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম-ভালবাসা বজায় থাকে। এছাড়াও, অবিবাহিত ছেলে-মেয়েরা ভক্তিভরে রাধাকৃষ্ণের পূজা করলে তাঁরা মনের মতো জীবনসঙ্গী পায়। বিশ্বাস অনুসারে, এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Radha Ashtami 2022: Date, Shubh Muhurat, Puja Vidhi and Significance in Bengali

Here is the Date, Shubh Muhurat, Puja Vidhi, significance and more about Radha Ashtami 2022.
Story first published: Saturday, September 3, 2022, 19:56 [IST]
X
Desktop Bottom Promotion