For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shravan Month : শ্রাবণ মাসে বাড়িতে লাগান এই ৫টি গাছ, প্রসন্ন হবেন মহাদেব!

|

হিন্দু ধর্ম অনুসারে, বছরের সবচেয়ে পবিত্র মাস হল শ্রাবণ। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এটি। সারা মাসজুড়ে ভক্তরা শিব আরাধনায় মেতে ওঠেন। বিশেষ করে শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের পুজো করলে কাঙ্ক্ষিত ফল মেলে বলে বিশ্বাস ভক্তদের।

Plants to grow during shravan month

বাস্তুশাস্ত্র মতে, শ্রাবণ মাসে বাড়িতে কয়েকটি চারা গাছ লাগালে পরিবারে সুখ, শান্তির পাশাপাশি ধন-সম্পদ বৃদ্ধি পায় এবং সর্বদা শিবের আশীর্বাদ বজায় থাকে। তাহলে জেনে নিন, কোন কোন গাছ শ্রাবণ মাসে লাগানো অত্যন্ত শুভ।

ধুতুরা গাছ

ধুতুরা গাছ

শাস্ত্র মতে, ধুতুরা মহাদেবের খুব প্রিয় এবং এই গাছেই ভগবান শিবের বাস। শ্রাবণ মাসে ধুতুরা গাছ লাগালে ঘর থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, মহাদেবের কৃপা বজায় থাকে এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

শমী গাছ

শমী গাছ

শমী গাছকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে এই গাছ রোপণ করলে ভোলেনাথ খুশি হন এবং ভক্তদের সুখ, সমৃদ্ধির আশীর্বাদ করেন। এছাড়াও, ঘরে শমী গাছ লাগালে ইতিবাচক শক্তি বজায় থাকে।

বেল গাছ

বেল গাছ

ভোলেনাথের পূজায় সর্বদা বেল পাতা ব্যবহৃত হয়। বেল পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। আবার শাস্ত্র মতে, বেল গাছে দেবী লক্ষ্মী বাস করেন। তাই বাড়িতে বেল গাছ থাকলে শিবের সঙ্গে মাতা লক্ষ্মীর কৃপাও বজায় থাকে।

শ্রাবণ মাসে বেল গাছ লাগানোর পাশাপাশি শিব পুজোয় বেলপাতা ব্যবহার করতে ভুলবেন না। বেল পাতা সহযোগে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন।

চাঁপা গাছ

চাঁপা গাছ

বাস্তুর দিক দিয়ে চাঁপা গাছকে সৌভাগ্যের সূচক মনে করা হয়। বাড়িতে চাঁপা গাছ লাগালে শুভ প্রভাব বৃদ্ধি পায়, অনেক সমস্যা থেকে মুক্তি মেলে এবং শিবের কৃপা বজায় থাকে। তাই, শ্রাবণ মাসে এই গাছ লাগাতে ভুলবেন না যেন।

কলা গাছ

কলা গাছ

শাস্ত্র মতে, যে বাড়িতে কলা গাছ থাকে, সেখানে সৌভাগ্য বজায় থাকে। কলা গাছের প্রভাবে সেই পরিবারে ইতিবাচক শক্তির বাস হয়। শ্রাবণ মাসে কলার চারা রোপণ করা খুবই শুভ। হিন্দু ধর্মে কলা গাছের পুজো করা হয়। কলা গাছে বিষ্ণুর বাস বলে মনে করা হয়। তাই, বাড়িতে এই গাছ লাগালে ভগবান বিষ্ণুর সঙ্গে শিবের আশীর্বাদও মেলে।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Plants to grow during shravan month to Bring Wealth and Prosperity

Plants to grow during shravan month to Bring Wealth and Prosperity. Read on.
Story first published: Wednesday, July 20, 2022, 13:18 [IST]
X
Desktop Bottom Promotion