Just In
- 1 hr ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 18 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 19 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
Planet Transit in June 2022 : জুন মাসে ৫ গ্রহের অবস্থান পরিবর্তন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ৫ রাশির উপর!
জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ২০২২ সালের জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে পাঁচ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে এবং দু'টি গ্রহের সংযোগ ঘটতে চলেছে। যে কারণে কিছু রাশির উপর শুভ প্রভাব পড়বে, আবার কিছু রাশির উপর খারাপ প্রভাব দেখা যাবে।
আসুন জেনে নেওয়া যাক, জুন মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং কোন দু'টি গ্রহের মিলন ঘটবে -

বুধ গ্রহের গোচর
মাসের শুরুতেই অর্থাৎ ০৩ জুন বুধ গ্রহ বৃষ রাশিতে মার্গী হবে। এর আগে এই রাশিতেই বুধ গ্রহ বক্রি হয়েছিল, তারপর অস্ত গিয়েছিল। এবার ০৩ জুন, শুক্রবার মার্গী অবস্থায় ফিরবে গ্রহের যুবরাজ বুধ।

শনি গোচর
০৫ জুন, রবিবার শনিদেব তাঁর নিজের রাশি কুম্ভে বক্রি হতে চলেছেন। সমস্ত গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে প্রায় আড়াই বছর।

সূর্যের রাশি পরিবর্তন
১৫ জুন, সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। সূর্যদেব প্রতি মাসেই রাশি পরিবর্তন করেন। সূর্যের রাশি পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। এ দিন গঙ্গাস্নান ও দান-ধ্যানের রীতি প্রচলিত রয়েছে।

শুক্রের রাশি পরিবর্তন
১৮ জুন শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ বলা হয়।

মঙ্গল গোচর
মহান শক্তিশালী গ্রহ মঙ্গল ২৭ জুন, সোমবার সকালে মেষ রাশিতে গোচর করবে।

জুন মাসে এই দু'টি গ্রহের মিলন হবে
চলতি মাসে দু'টি প্রধান গ্রহের সংযোগ হতে চলেছে। গ্রহের যুবরাজ বুধ এপ্রিল মাস থেকেই বৃষ রাশিতে অবস্থান করছে, এবার জুন মাসে শুক্র গ্রহও বৃষ রাশিতে প্রবেশ করবে। এক্ষেত্রে, বৃষ রাশিতে বুধ-শুক্রের মিলন তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগ মানুষের জীবনে ধন, সুখ-সমৃদ্ধি নিয়ে আসে। অর্থ লাভের পাশাপাশি সমাজে মান-সম্মানও বৃদ্ধি পায়।

এই ৫টি রাশির উপর থাকবে মা লক্ষ্মীর কৃপা!
জুন মাসে বুধ ও শুক্রের মিলনের ফলে গঠিত লক্ষ্মী-নারায়ণ যোগে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ৫ রাশির জাতক-জাতিকাদের উপর। বৃষ, সিংহ, ধনু, কন্যা এবং তুলা রাশির জাতকদের জন্য শুভ হবে এই মাস। এই পাঁচ রাশির জাতকরা অর্থ লাভের সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক অবস্থায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।
Disclaimer
:
এই
আর্টিকেলে
যে
তথ্য
দেওয়া
হয়েছে
তা
যে
সম্পূর্ণ
মিলে
যাবে,
এমনটা
দাবি
করছে
না
বোল্ডস্কাই
বাংলা।
জ্যোতিষীদের
তথ্যের
ভিত্তিতে
এই
আর্টিকেলটি
লেখা
হয়েছে।