For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পিতৃপক্ষ ২০২০ : পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রাদ্ধ, জানুন পিতৃপক্ষের সমস্ত গুরুত্বপূর্ণ তিথি

|

হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ হল পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। যে সময়কালে মানুষ তাদের পূর্বপুরুষদের স্মরণ করে শ্রদ্ধা জানায় সেটাকেই বলা হয় পিতৃপক্ষ। প্রতি বছর পিতৃপক্ষের সময়ে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ কর্মের আয়োজন করা হয়। এই সময়কালে স্বর্গতঃ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বিশেষভাবে পিন্ডদান, তর্পণ, যজ্ঞ এবং অন্ন দান করা হয়। বিশ্বাস করা হয় যে, যদি এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় তাহলে স্বর্গত পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যাবে এবং তাঁদের আত্মারা শান্তি পাবেন। পিতৃপক্ষের সময় যারা পূর্বপুরুষদের জন্য তর্পণ করেন না তাদের পিতৃদোষ হয় বলে বিশ্বাস। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই বছর পিতৃপক্ষের দিন-ক্ষণ সম্পর্কে।

Pitru Paksha 2020 : Shraddha Paksha Dates, Sanyog, Rituals

২০২০ সালের পিতৃপক্ষের তারিখ

২০২০ সালের পিতৃপক্ষের তারিখ

এইবছর অর্থাৎ ২০২০ সালে, পিতৃপক্ষের শুরু পয়লা সেপ্টেম্বর এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর। মহালয়ার দিন গঙ্গায় তর্পণের মাধ্যমেই সমাপ্তি হয় পিতৃপক্ষের। এইবছর মহালয়া পড়েছে ১৭ সেপ্টেম্বর।

পূর্ণিমা শ্রাদ্ধ - পয়লা সেপ্টেম্বর, মঙ্গলবার

প্রতিপদ শ্রাদ্ধ - ২ সেপ্টেম্বর, বুধবার

দ্বিতীয়া শ্রাদ্ধ - ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

তৃতীয়া শ্রাদ্ধ - ৫ সেপ্টেম্বর, শনিবার

চতুর্থী শ্রাদ্ধ - ৬ সেপ্টেম্বর, রবিবার

মহা ভরণী বা পঞ্চমী শ্রাদ্ধ - ৭ সেপ্টেম্বর, সোমবার

ষষ্ঠী শ্রাদ্ধ - ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার

সপ্তমী শ্রাদ্ধ - ৯ সেপ্টেম্বর, বুধবার

অষ্টমী শ্রাদ্ধ - ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

নবমী শ্রাদ্ধ - ১১ সেপ্টেম্বর, শুক্রবার

দশমী শ্রাদ্ধ -১২ সেপ্টেম্বর, শনিবার

একাদশী শ্রাদ্ধ - ১৩ সেপ্টেম্বর, রবিবার

দ্বাদশী শ্রাদ্ধ - ১৪ সেপ্টেম্বর, সোমবার

মাঘা বা ত্রয়োদশী শ্রাদ্ধ - ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার

চতুর্দশী শ্রাদ্ধ - ১৬ সেপ্টেম্বর, বুধবার

সর্ব পিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা - ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার

পিতৃপক্ষে বিশেষ সংযোগ

পিতৃপক্ষে বিশেষ সংযোগ

হিন্দুধর্মে পিতৃপক্ষ-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। পিতৃপক্ষ শেষ হওয়ার পরই দূর্গা পূজা বা দেবীপক্ষের শুরু হত, কিন্তু এই বছর তা হবে না। পিতৃপক্ষ শেষ হওয়ার পরই আশ্বিন মাসের অধিকমাস বা মলমাস শুরু হবে। তাই, এইবছর অর্থাৎ ২০২০ সালে পিতৃপক্ষ এবং দূর্গা পূজা বা নবরাত্রির মধ্যে প্রায় এক মাসের ব্যবধান থাকবে, প্রায় ১৯ বছর পর এইরকম সংযোগ হতে চলেছে। এইবছর দূর্গাপুজো পড়েছে ২২-২৬ অক্টোবর।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতি তিন বছরে একবার একটি অতিরিক্ত মাস আসে। একেই অধিকমাস বা মলমাস বলা হয়।

শ্রাদ্ধের গুরুত্ব

শ্রাদ্ধের গুরুত্ব

পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করা হয়। এখানে শ্রাদ্ধের অর্থ হল, শ্রদ্ধাভরে পূর্বপুরুষদের প্রতি সম্মান ও আস্থা প্রকাশ করা। পিতৃপক্ষের সময় মানুষ পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাঁদের আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করে। পিতৃপক্ষের এই সময়টিকে শ্রাদ্ধপক্ষ-ও বলা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে, সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে, তখন পিতৃপক্ষ উদযাপিত হয়। ভারতীয় ধর্মশাস্ত্র অনুসারে, পূর্বপুরুষরা হলেন ঈশ্বরের রূপ।

পিতৃপক্ষ ২০২০ : শুরু হচ্ছে পিতৃপক্ষ, জেনে নিন এই সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য</a><a class=

" title="পিতৃপক্ষ ২০২০ : শুরু হচ্ছে পিতৃপক্ষ, জেনে নিন এই সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য

" />পিতৃপক্ষ ২০২০ : শুরু হচ্ছে পিতৃপক্ষ, জেনে নিন এই সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য

English summary

Pitru Paksha 2020 : Shraddha Paksha Dates, Sanyog, Rituals In Bengali

Read on to know the Pitru Paksha dates in 2020 and the significance.
X
Desktop Bottom Promotion