For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Parivartini Ekadashi 2022 : ৬ সেপ্টেম্বর শুভ যোগে পালিত হবে পরিবর্তনী একাদশী, জেনে নিন তিথি ও শুভক্ষণ

|

ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পরিবর্তনী একাদশী নামে পরিচিত। পুরাণ অনুযায়ী, এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রার সময় পাশ ফেরেন। উল্লেখ্য, ভগবান বিষ্ণু চার মাস টানা ঘুমান। এই চার মাসকে চতুর্মাস বলা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের দিন ভগবান বিষ্ণু ঘুমানোর সময় পাশ ফেরেন, তাই এটি পরিবর্তিনী একাদশী হিসেবে পালিত হয়। চতুর্মাসে এই প্রথমবার তাঁর স্থান পরিবর্তন হয়।

Parivartini Ekadashi 2022 : Date, Shubh Muhurat, Shubh Sanyog and Significance

চলতি বছর পরিবর্তনী একাদশীতে শুভ সংযোগ গঠিত হতে চলেছে। জেনে নিন, পরিবর্তনী একাদশীর তিথি, শুভক্ষণ, শুভ সংযোগ ও তাৎপর্য -

পরিবর্তনী একাদশী তিথি ও সময়

পরিবর্তনী একাদশী তিথি ও সময়

চলতি বছর পরিবর্তনী একাদশী পালিত হবে ০৬ সেপ্টেম্বর, মঙ্গলবার।

একাদশী তিথি আরম্ভ - ০৬ সেপ্টেম্বর, সকাল ০৫টা ৫৪ মিনিটে।

একাদশী তিথি শেষ - ০৭ সেপ্টেম্বর, ভোর রাত ৩টা ০৪ মিনিটে।

একাদশীতে শুভ সংযোগ

একাদশীতে শুভ সংযোগ

এ বছর পরিবর্তনী একাদশীতে শুভ সংযোগ ঘটতে চলেছে। জ্যোতিষীদের মতে, এই দিনে সূর্যোদয়ের সাথে সাথে আয়ুষ্মান, মিত্র এবং রবি যোগ শুরু হয়ে যাবে। কয়েক ঘণ্টা পর শুরু হবে সৌভাগ্য যোগ। এছাড়াও, এই একাদশীতে সূর্য, বুধ, বৃহস্পতি এবং শনি এই চারটি গ্রহ নিজ নিজ রাশিতে অবস্থান করবে। এমন শুভ সংযোগের কারণে এ দিন যে কোনও শুভ কাজই ফলদায়ক হবে।

পরিবর্তনী একাদশীতে গঙ্গা স্নান ও দানের গুরুত্ব

পরিবর্তনী একাদশীতে গঙ্গা স্নান ও দানের গুরুত্ব

এই দিনে গঙ্গা স্নান এবং জলে তিল মিশিয়ে স্নান করলে ভাল ফল পাওয়া যায়। দান-ধ্যান করলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। তাই, দরিদ্র এবং অসহায়দের আপনার সাধ্য মতো বস্ত্র ও খাবার দান করুন।

পরিবর্তনী একাদশীর তাৎপর্য

পরিবর্তনী একাদশীর তাৎপর্য

ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন রুপ এই একাদশীতে পূজিত হন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্ম পুরাণে বলেছেন যে, এই একাদশীর দিনে ভগবান বিষ্ণুর বামন রূপের পূজা করা উচিত, কারণ এই চার মাসে তিনি বামন রূপে পাতালে বাস করেন। এই দিনে বামন জয়ন্তীও পালিত হয়। এই ব্রতর প্রভাবে সকল মনোস্কামনা পূর্ণ হয়, অর্থাভাব থাকে না এবং মোক্ষ লাভ হয়। এছাড়া, পরিবর্তনী একাদশীতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর একসঙ্গে আরাধনা করলে ঘরে সুখ, সমৃদ্ধি আসে।


Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Parivartini Ekadashi 2022 : Date, Shubh Muhurat, Shubh Sanyog and Significance In Bengali

Parivartini Ekadashi 2022 : Date, Shubh Muhurat, Shubh Sanyog and Significance. Read on.
X
Desktop Bottom Promotion