For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Papmochani Ekadashi 2021 : এই ব্রত পালন করলে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি মেলে! জানুন কী করবেন ও কী করবেন না

|

হিন্দুধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিমাসে দু'বার একাদশী পালিত হয়। মাসের শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশ তিথিতে একাদশী ব্রত পালন করা হয়। বছরে মোট ২৪টি একাদশী পড়ে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে পাপমোচিনী একাদশী বলা হয়। বিশ্বাস করা হয় যে, এই একাদশী ব্রত পালন করলে সমস্ত ধরণের পাপ থেকে মুক্তি মেলে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই বছর পাপমোচিনী একাদশী ব্রত কবে পড়েছে এবং পূজার শুভ মুহূর্ত।

Papmochani Ekadashi 2021

পাপমোচিনী একাদশী তারিখ এবং শুভ সময়

পাপমোচিনী একাদশী তারিখ এবং শুভ সময়

এবছর ৭ এপ্রিল, বুধবার পাপমোচিনী একাদশী ব্রত পালন হবে।

একাদশী শুরু - ৭ এপ্রিল, মধ্যরাত ০২টো বেজে ০৯ মিনিটে।

একাদশী শেষ - ৮ এপ্রিল, ভোররাত ০২টো বেজে ২৮ মিনিটে।

হরিবাসর সমাপ্তি - ৮ এপ্রিল, সকাল ০৮টা বেজে ৪০ মিনিটে।

পূজা বিধি

পূজা বিধি

একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূজার ঘরে যান। ভগবান বিষ্ণুর কাছে প্রণাম করে ব্রতর সঙ্কল্প গ্রহণ করুন। এরপরে বিষ্ণু পূজা করুন। এই দিনে, বিষ্ণুর কাছে হলুদ রঙের জামাকাপড় অর্পণ করুন। তারপর ১১টি হলুদ ফুল ও ১১টি হলুদ মিষ্টি ভগবানকে অর্পণ করুন। বিষ্ণুকে ভোগ নিবেদন করুন। এই ভোগে তুলসীপাতা দিতে ভুলবেন না। আসনে বসে ভগবান বিষ্ণুর মন্ত্র এবং নাম জপ করা উচিত।

পাপমোচিনী একাদশীর গুরুত্ব

পাপমোচিনী একাদশীর গুরুত্ব

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে যে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে পাপমোচিনী একাদশীর কথা বলেছিলেন। এই দিন নিষ্ঠা ভরে ব্রত করলে এবং সঠিক নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করলে মোক্ষ লাভ হয়।

জেনে নিন এই দিন কী করবেন ও কী করবেন না

জেনে নিন এই দিন কী করবেন ও কী করবেন না

১) এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পুজোও করা উচিত। বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে সমস্ত ধরণের মনস্কামনা পূর্ণ হয়!

২) একাদশীর দিনে দান-পুণ্য করা খুব শুভ। ব্রহ্মচর্য পালন করুন।

৩) একাদশীর দিনে ভাত খেতে নেই। এই দিন আমিষ জাতীয় খাবার খাবেন না। মদ্যপানও করবেন না। সাত্বিক ভোজন গ্রহণ করুন।

৪) কারুর সম্পর্কে খারাপ শব্দ ব্যবহার করবেন না।

আরও পড়ুন : চৈত্র নবরাত্রি ২০২১ : কবে থেকে শুরু চৈত্র নবরাত্রি? জেনে নিন সঠিক দিন-ক্ষণ

English summary

Papmochani Ekadashi 2021 : Date, Shubh Muhurat, Significance, Puja Vidhi, Dos And Dont's In Bengali

Know about the papmochani ekadashi 2021 date, time, shubh muhurat, importance and vrat puja vidhi in Bengali.
X
Desktop Bottom Promotion