For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Nil Sasthi 2023: সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখছেন? জেনে নিন নীল পুজোর বিশেষ কিছু বিধি

|

আজ নীল ষষ্ঠী। দেবাদিদেবকে সন্তুষ্ট রাখতে এবং সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিনই নীল ষষ্ঠী পালিত হয়। চলতি বছর ১৩ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র পড়েছে নীল পুজো। বিশ্বাস করা হয়, এ দিন উপোস থেকে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।

নীল ষষ্ঠীর দিন পুজো করার সময় কিছু নিয়ম মেনে চললে বিশেষ উপকার পাওয়া যায়। তাছাড়া, এই দিন যদি কয়েকটি জিনিস মহাদেবকে অর্পণ করা যায়, তাহলে দেবাদিদেব তুষ্ট হন।

Nil Sasthi

নীল ষষ্ঠীর পূজা বিধি

১) নীলষষ্ঠীর সারা দিন উপোস করে সন্ধ্যার সময় মহাদেবের মাথায় জল ঢালতে হয়। সকালেও অনেকে শিবলিঙ্গে জল অর্পণ করেন।

২) প্রথমে শিবলিঙ্গে গঙ্গাজল ঢালুন। তারপর কাঁচা দুধ অথবা দইয়ের লেপন লাগিয়ে নিয়ে, সর্ষের তেল মাখিয়ে দিন। সব শেষে গঙ্গাজল ও ডাবের জল দিয়ে ভাল করে শিবলিঙ্গটি পরিষ্কার করুন। শিবলিঙ্গে সাদা চন্দনের গুঁড়ো মাখালেও মহাদেব প্রসন্ন হন।

৩) এরপর শিবলিঙ্গে বেলপাতা, আকন্দ ফুল এবং যে কোনও একটা গোটা ফল অর্পণ করতে হবে। গোটা বেলও দিতে পারেন। ধুতুরা, অপরাজিতা, কলকে, এই ফুলগুলিও শিবের খুব প্রিয়। তাই এগুলোও অর্পণ করতে পারেন। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।

৪) যাঁরা ব্রত পালন করবেন, তাঁরা অবশ্যই সন্তানের নামে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন।

৫) এই দিন ভাত এবং চাল দিয়ে তৈরি কোনও খাবার খেতে নেই।

৬) এ দিন উপোস ভাঙার পরও ফলমূল, সাবু খেতে হয়। এছাড়া, ময়দার তৈরি খাবারও খেতে পারেন। এমনকি সৈন্ধব লবণ দিয়ে খাবার খেতে হয়।

মহাদেবের কাছে এই জিনিসগুলি অর্পণ করুন - নীল ষষ্ঠীর দিন শিবের কাছে একটা রুদ্রাক্ষ, তামা বা রুপোর সাপ এবং ত্রিশূল অর্পণ করুন। এছাড়া, মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস ডমরু, তাই এটাও অর্পণ করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

English summary

Nil Sasthi 2023: Check date, rituals and significance In Bengali

Nil Sasthi 2023: Check date, rituals and significance In Bengali.
X
Desktop Bottom Promotion