Just In
- 4 min ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 8 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 9 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
- 15 hrs ago
Surya Gochar 2022 : সিংহ রাশিতে সূর্যের গোচর, অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের!
বুধ প্রবেশ করল ধনু রাশিতে, দেখে নিন আপনার জীবনে কেমন প্রভাব পড়বে
আজ, ১০ ডিসেম্বর গ্রহের যুবরাজ বুধ বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। ২৯ ডিসেম্বর পর্যন্ত বুধ এই রাশিতেই অবস্থান করবে। বুধ মিথুন ও কন্যার অধিপতি। কন্যায় বুধ উচ্চস্থ এবং মীন রাশিতে নীচস্থ থাকে। মেধা, বুদ্ধি, কাজ ও ব্যবসায়ের কারক গ্রহ বুধ।
বুধের এই পরিবর্তন সমস্ত রাশির উপর প্রভাব ফেলতে চলেছে। ধনু রাশিতে গোচরের ফলে সমস্ত রাশির ওপর শুভ-অশুভ প্রভাব পড়বে। তাহলে জেনে নিন, ১২টি রাশির উপর বুধের এই গোচরের কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
ব্যবসায় অর্থ লাভ হতে চলেছে। পরিবারে ভাই-বোনদের নিয়ে চিন্তা হতে পারে। স্বাস্থ্য খারাপ হতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। পরিবারে শান্তির পরিবেশ থাকবে।

বৃষ রাশি
সন্তানদের কাছ থেকে ভাল খবর পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে। ব্যবসা বিস্তৃত হবে। অর্থ লাভ হবে। পার্টনারশিপ ব্যবসায় লাভ হবে।

মিথুন রাশি
শরীর অসুস্থ হতে পারে। গোচর কালে মনোবল দুর্বল থাকবে। সামাজিক প্রতিপত্তি কমবে। ধর্মীয় যাত্রার যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

কর্কট রাশি
ভাই-বোনের দিক থেকে কোনও ঝামেলা হতে পারে। সন্তান নিয়ে মানসিক উদ্বেগ হবে। তাদের পড়াশোনায় খরচ বাড়বে। ব্যবসায় আর্থিক লাভ হবে। পরিবারে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে।

সিংহ রাশি
আয়ের উৎস বাড়তে চলেছে। ব্যবসায় অর্থনৈতিক লাভ হতে পারে। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। নতুন বাড়ি ও গাড়ি কিনতে পারেন।

কন্যা রাশি
আটকে থাকা কাজ শেষ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। জীবনে সুখ বাড়বে। কিন্তু হঠাৎ করেই ঝামেলা হতে পারে। পারিবারিক সমস্যায় উদ্বেগ বাড়তে পারে।

তুলা রাশি
ব্যবসায় বৃদ্ধির ফলে অর্থনৈতিক লাভ হবে। শরীর অসুস্থ হতে পারে। হঠাৎ করেই ব্যয় বৃদ্ধি পাবে। এই সময়ে কোনও শুভ কাজ সম্পন্ন হবে।

বৃশ্চিক রাশি
ব্যবসায় লাভ হবে। নতুন কাজে অগ্রগতি হবে। মানসিক দুশ্চিন্তা বাড়বে। বিবাহিত জীবন সুখের হতে চলেছে। পার্টনারশিপ ব্যবসায় বৃদ্ধি হবে।

ধনু রাশি
গোচর কালে আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবে। পরিবারে কোনও সমস্যা হতে পারে। চাকরিতে অগ্রগতি হবে। আপনার সম্মান বৃদ্ধি পাবে।

মকর রাশি
পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকবে। গাড়ি কিনতে পারেন। সন্তান নিয়ে চিন্তা থাকবে। সাফল্যের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

কুম্ভ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে কাটবে। এই সময় আপনার ভাগ্য খুব ভাল থাকবে। মনের মধ্যে এক ধরনের ভয় থেকে যাবে। ব্যবসায় বৃদ্ধি হবে। সম্পত্তি থেকে লাভ হবে।

মীন রাশি
সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। পার্টনারশিপ কাজে লাভ হবে। আপনার মান-সম্মান বাড়বে। পিতার সম্পত্তি থেকে আর্থিক লাভ হবে।