Just In
- 2 hrs ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 18 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 19 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
বৃষ রাশিতে অস্ত যাবে বুধ, কেমন প্রভাব পড়বে আপনার জীবনে? দেখে নিন
১০ মে বৃষ রাশিতে বক্রি হয়েছে বুধ। এবার ১৩ মে এই রাশিতেই অস্তমিত হতে চলেছে গ্রহের যুবরাজ। সার্বিকভাবে ৬৮ দিন বৃষ রাশিতে থাকবেন বুধ। আগামী ২ জুলাই পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন।
মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধের অস্ত যাওয়া কয়েকটি রাশির জন্য শুভ হবে, আবার কোনও কোনও রাশির জন্য অশুভ হবে। তাহলে জেনে নিন, বুধ অস্ত যাওয়ার ফলে আপনার রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
ব্যবসায়ীদের লাভ হবে। ব্যবসা বৃদ্ধি হবে। এই সময়ে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

বৃষ রাশি
কেরিয়ারের জন্য এই সময়টি অনুকূল হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন এবং সকলে আপনাকে সহযোগিতা করবে। আপনার কঠোর পরিশ্রমই আপনার পেশাগত জীবনে সাফল্য এনে দেবে। আর্থিক লাভ হবে। চাকরির সুযোগও পেতে পারেন। প্রেম জীবন অনুকূল থাকবে।

মিথুন রাশি
এই সময় কাজের চাপ বেশি থাকবে। বিনিয়োগের আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন, নইলে ক্ষতি হতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট রাশি
বিদেশে ব্যবসার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি
চাকুরিজীবীদের চাকরিতে বদলি হতে পারে। ব্যবসায়ীদের পথেও বাধা আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন না।

কন্যা রাশি
এই সময়ে নতুন চাকরির সুযোগ পাবেন। ব্যবসায়ীরা বিদেশে নতুন সুযোগ পেতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

তুলা রাশি
চাকুরিজীবীরা এই সময় কোনও বাধার সম্মুখীন হতে পারে। ব্যবসায়ীদের লোকসান হতে পারে। এই সময় আপনি গলার সমস্যায় ভুগতে পারেন।

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে কোনও বাধা আসতে পারে। ব্যবসায়ীরাও উত্থান-পতনের সম্মুখীন হবেন। এই সময় স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

ধনু রাশি
কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। এই সময়টা আপনার ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায়ীরাও ভাল ফলাফল পাবেন না। ফিট থাকার জন্য আপনার ডায়েটের দিকে খেয়াল রাখুন।

মকর রাশি
ব্যবসায়ীরা এই সময় কোনও সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত জীবনে সমস্যা চলবে। নিজেকে সুস্থ রাখতে যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।

কুম্ভ রাশি
ব্যবসায়ীদের কোনও লাভ বা ক্ষতি হবে না। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করুন।

মীন রাশি
চাকুরিজীবীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন এবং আপনি চাকরি পরিবর্তন করার কথাও ভাবতে পারেন। ব্যবসায়ীদের কম লাভ হবে। আপনার ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer
:
এই
আর্টিকেলে
যে
তথ্য
দেওয়া
হয়েছে
তা
যে
সম্পূর্ণ
মিলে
যাবে,
এমনটা
দাবি
করছে
না
বোল্ডস্কাই
বাংলা।
জ্যোতিষীর
তথ্যের
ভিত্তিতে
এই
আর্টিকেলটি
লেখা
হয়েছে।