For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Navratri 2021 : দেখে নিন দেবী মহাগৌরী পূজা বিধি ও মন্ত্র

|

আজ মহাষ্টমী এবং নবরাত্রির অষ্টম দিন। এই দিনটি দুর্গা অষ্টমী নামেও পরিচিত। নবরাত্রির এই অষ্টম দিনে দেবী দুর্গা মহাগৌরী রূপে পূজিত হন। বলা হয়, মহাগৌরী দেবী দুর্গার সবচেয়ে সুন্দর রুপ। তিনি তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং ভক্তদের জীবন থেকে ভয় ও সমস্যা দূর করেন।

Mata Mahagauri Puja Vidhi, Mantra and significance

দেবীর মহাগৌরী রুপের পূজা বিধি

১) খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ি-ঘর পরিষ্কারের পাশাপাশি আপনার পুজোর ঘরটিও পরিষ্কার করুন।

২) এবার স্নান করে সাদা বা হালকা নীল রঙের পোশাক পরুন।

৩) এরপর দেবী দুর্গার প্রতিমাকে স্নান করান এবং তাকে নীল বা সাদা রঙের পোশাক অর্পণ করুন।

৪) এবার দেবীর সামনে একটি প্রদীপ জ্বালান।

৫) দেবীর কাছে সাদা ভোগ, যেমন - ক্ষীর, সুজি বা মিষ্টি অর্পণ করুন।

৬) এরপর হাতে সাদা ফুল নিন এবং মন্ত্র জপ করুন।

৭) আরতি করুন এবং মন্ত্র জপ করুন।

৮) তারপর আপনার প্রিয়জন, দরিদ্র মানুষ এবং মেয়েদের মধ্যে নৈবেদ্য বিতরণ করুন।

৯) কন্যা পূজনের জন্য ৫, ৭, ১১ বছর বয়সী মেয়েদের আমন্ত্রণ জানান।

১০) তাদের পা ধুয়ে পরিষ্কার জায়গায় বসান।

১১) তাদের লুচি, ক্ষীর, মিষ্টি, ফল, দই এবং সুজি অর্পণ করুন।

১২) এরপরে তাদের মালা দিয়ে সাজান এবং লাল ওড়না অর্পণ করুন। পায়ে আলতা পরিয়ে দিন।

১৩) আপনি তাদের রুমালসহ অল্প চাল, দূর্বা ঘাস, কাঁচা হলুদ এবং প্রণামী অর্পণ করতে পারেন।

১৪) সম্ভব হলে তাদের কাপড়ও দিতে পারেন।

মন্ত্র

১) ওঁ দেবী মহাগৌরায়ৈ নমঃ।

২) ইয়া দেবী সর্বভূতেষু মা মহাগৌরী রূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।

English summary

Navratri 2021 : Mata Mahagauri Puja Vidhi, Mantra and significance

Goddess Mahagauri is one of the most beautiful manifestations of Goddess Durga (Parvati). This year She will be worshipped on 13 October 2021. To know more, read on.
X
Desktop Bottom Promotion