For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Maha Shivratri 2022 : মহাদেবকে সন্তুষ্ট করতে কী অর্পণ করবেন এবং কী করবেন না, জেনে নিন

|

মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব 'শিবের মহা রাত্রি'। প্রতি বছর, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল। ভক্তরা এই শুভ দিনে উপবাস করে থাকেন এবং শিবের উপাসনা করেন। এই বছর অর্থাৎ ২০২২ সালে পয়লা মার্চ দেশজুড়ে 'মহাশিবরাত্রি' পালিত হবে।

ভোলেনাথ যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, তেমনই তাঁর পুজোর সময় কোনও ভুল হলে তিনি খুব তাড়াতাড়ি রুষ্ট হয়ে যান। তাই মহাদেবকে সন্তুষ্ট করতে পুজোর সময় কোন কোন জিনিস অর্পণ করবেন এবং কোন জিনিসগুলো এড়িয়ে যাবেন তা দেখে নিন-

Things you should and shouldnt offer to Lord Shiva In Bengali

এই জিনিসগুলি অর্পণ করুন

১) শিবরাত্রিতে শিবের মাথায় অবশ্যই গঙ্গাজল ঢালতে হবে। এছাড়া, আখের রস অর্পণ করলেও মহাদেব খুব প্রসন্ন হন।

২) সিদ্ধি বা ভাং মহাদেবের খুব প্রিয় বলে বিশ্বাস করা হয়। তাই শিবের পুজোর সময় ভাং বেটে সেটা দুধ ও গঙ্গাজলে মিশিয়ে তাঁকে অর্পণ করতে পারেন।

৩) তিনটি পত্রযুক্ত বেলপাতা অবশ্যই শিবলিঙ্গের মাথায় দিন।

৪) ধুতুরা ফুল ও ফল শিবের অত্যন্ত পছন্দের জিনিস। তাই মহাশিবরাত্রিতে এগুলি মহাদেবের কাছে অর্পণ করুন, ভোলেনাথ সন্তুষ্ট হবেন।

৫) যদি কালসর্প যোগ থাকে, তাহলে রুপোর জোড়া সাপ নিবেদন করতে হবে।

এই জিনিসগুলি অর্পণ করবেন না

১) শিব পুজোয় তুলসী পাতা ও কেতকী ফুল একেবারেই ব্যবহার করা যাবে না। এছাড়া, শঙ্খের ব্যবহার না করাই ভাল।

২) মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার সময় স্টিল বা লোহার পাত্র ব্যবহার করবেন না। তামা কিংবা পিতলের পাত্র ব্যবহার করুন।

৩) তিল ও সিঁদুরও মহাদেবের পুজোয় ব্যবহার করবেন না।

৪) খাঁটি গরুর দুধ ব্যবহার করুন, প্যাকেট দুধ ব্যবহার না করাই ভাল।

৫) শিব পুজোয় নারকেল ব্যবহার করবেন না।

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে ভুলেও এই দু'টি জিনিস দিয়ে মহাদেবের পূজা করবেন না! জানুন কারণ

English summary

Maha shivratri 2022: Things you should and shouldn't offer to Lord Shiva In Bengali

Ahead of Mahashivratri 2022, here are things you should and shouldn't offer on shivling.
X
Desktop Bottom Promotion