For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Maha Shivaratri 2021 : কবে পড়েছে মহাশিবরাত্রি? জানুন তারিখ ও পুজোর নির্ঘণ্ট

|

মহাশিবরাত্রি বা শিবরাত্রি হল হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। হিন্দুধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। শিবের ভক্তরা সারাবছর ধরে 'মহাশিবরাত্রি'-এর জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। শিবরাত্রির অর্থ হল 'শিবের মহা রাত্রি'। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এটি। এই বছর ১১ মার্চ গোটা দেশজুড়ে শিবরাত্রি পালিত হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের মহাশিবরাত্রির তিথি এবং পূজার শুভ মুহূর্ত সম্পর্কে।

Mahashivratri 2021 : Date, Puja time, Puja Vidhi, Significance In Bengali

২০২১ সালের মহাশিবরাত্রি ব্রত তিথি ও পূজার শুভ সময়

২০২১ সালের মহাশিবরাত্রি ব্রত তিথি ও পূজার শুভ সময়

মহাশিবরাত্রি - ১১ মার্চ, বৃহস্পতিবার

নিশিত কাল পূজা সময় - ১২ মার্চ, রাত ১১টা ২২ মিনিট থেকে রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত

১২ মার্চ শিবরাত্রি পরানা সময় - সকাল ০৫টা ৪৮ মিনিট থেকে দুপুর ০২টা ৪৫ মিনিট পর্যন্ত

রাতের প্রথম প্রহর পূজার সময় - বিকেল ০৫টা ৪৪ মিনিট থেকে রাত ০৮টা ৪৫ মিনিট পর্যন্ত

রাতের দ্বিতীয় প্রহর পূজার সময় - রাত ০৮টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা ৪৬ মিনিট পর্যন্ত

রাত তৃতীয় প্রহর পূজার সময় - রাত ১১টা ৪৬ মিনিট থেকে মধ্যরাত ০২টা ৪৭ মিনিট, ১২ মার্চ

রাত চতুর্থ প্রহর পূজার সময় - মধ্যরাত ০২টা ৪৭ মিনিট থেকে সকাল ০৫টা ৪৮ মিনিট, ১২ মার্চ

চতুর্দশী তিথি শুরু - ১১ মার্চ, দুপুর ০২টা ৩৯ মিনিট

চতুর্দশী তিথি শেষ - ১২ মার্চ, দুপুর ০৩টা ০২ মিনিট

হনুমানকে কেন সিঁদুর দিয়ে পুজো করা হয়? জানুন আসল কারণহনুমানকে কেন সিঁদুর দিয়ে পুজো করা হয়? জানুন আসল কারণ

মহাশিবরাত্রি উপবাসের গুরুত্ব

মহাশিবরাত্রি উপবাসের গুরুত্ব

বিশ্বাস করা হয় যে, মহাশিবরাত্রি ব্রত করলে মোক্ষ লাভ হয়। এই দিনে ব্রত রাখার পাশাপাশি ভগবান শিবের বিশেষ পূজা করা হয়। মহাশিবরাত্রি ব্রত করলে মানুষের সমস্ত কষ্ট ও দুর্ভোগের অবসান ঘটে। এই শুভ দিনে নিষ্ঠাভরে মহাদেবকে স্মরণ করলে ভোলেনাথ সন্তুষ্ট হন এবং মনের ইচ্ছা পূর্ণ করেন। ভোলেবাবার আশীর্বাদে ঘরে সৌভাগ্য, সমৃদ্ধি বিরাজ করে।

সংক্ষিপ্ত পূজা বিধি

সংক্ষিপ্ত পূজা বিধি

মহাশিবরাত্রির দিন খুব ভোরে উঠে স্নানের পরে ব্রত-এর সঙ্কল্প নিন। এরপরে সঠিক পদ্ধতিতে পুজো শুরু করুন। পুজোর সময় ঘটে জল বা দুধ ভরে শিবলিঙ্গে অর্পণ করুন। বেল পাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, ইত্যাদিও শিবলিঙ্গে উৎসর্গ করা উচিত। এই দিনে শিবপুরাণ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবমন্ত্র এবং শিব আরতির পাঠ অবশ্যই করতে হবে।

English summary

Maha shivaratri 2021 : Date, Puja time, Puja Vidhi, Significance In Bengali

Read on to know the Maha Shivratri 2021 date, tithi, puja shubh muhurat and other significant details.
X
Desktop Bottom Promotion