For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Durga Puja 2021 : দেখে নিন মহানবমীর নির্ঘণ্ট ও তাৎপর্য

|

কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বাঙালির কাছে সেরা উৎসব হল দুর্গাপুজো। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর কাউন্টডাউন। দেখতে দেখতে এমনভাবে পুজোর দিনগুলো কেটে যায় যে আমরা কেউই টের পাই না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী তিথি পেরিয়ে এবছরের দুর্গোৎসব পদার্পণ করছে নবমী তিথিতে। আর নবমী মানেই সকলের মুখ ভার। কারণ, মাত্র কয়েক ঘন্টা পর ঘরের মেয়ে উমা বাপের বাড়ি ছেড়ে পুনরায় ফিরে যাবেন কৈলাসে। কিন্তু আর কি করার আছে, কালের নিয়মে আমাদের বিদায় জানাতে হবে মা দুর্গাকে। তাই মা বিদায় নেওয়ার আগে আপামর বাঙালির কাছে দুর্গা পূজার নবমীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Durga Navami 2021 Date

আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের মহানবমীর দিনক্ষণ, তাৎপর্য ও পুজো বিধি সম্পর্কে।

মহানবমীর নির্ঘণ্ট

মহানবমীর নির্ঘণ্ট

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

নবমী তিথি আরম্ভ - ১৩ অক্টোবর, বাংলার ২৬ আশ্বিন, বুধবার। রাত ০৮টা ০৯ মিনিটে।

নবমী তিথি শেষ - ১৪ অক্টোবর, বাংলার ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

নবমী তিথি আরম্ভ - ১৩ অক্টোবর, বাংলার ২৬ আশ্বিন, বুধবার। ১১টা ৪৭ মিনিট ৫০ সেকেন্ডে।

নবমী তিথি শেষ - ১৪ অক্টোবর, বাংলার ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। রাত ৯টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ডে।

তাৎপর্য

তাৎপর্য

মহানবমী পুজোর তাৎপর্য সম্পর্কে রয়েছে নানা মুনির নানা মত। তবে হিন্দু পুরাণ মতে মা দুর্গা মহিষাসুরকে দশমীতে বধ করছিলেন, তাই সেই দিক থেকে দেখতে গেলে যুদ্ধের শেষ দিন নবমী। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণের সন্ধি পুজোর সময় মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। শাস্ত্র মতে, এই দিন দেবীর পূর্ণাঙ্গ পুজো করা হয়।

পূজা বিধি

পূজা বিধি

অষ্টমীর পূজার্চনার মতোই নবমীর দিনও জাঁকজমকভাবে মায়ের কাছে পুজো করা হয়। শাস্ত্র মতে, নবমীর দিন মায়ের পূর্ণাঙ্গ পুজো হয় বলে, এই তিথিতে বলি, হোম এবং ষোড়শ উপাচারের বিধান রয়েছে। এই বলিদান মহা নবমীর একটি গুরুত্বপূর্ণ রীতি। মূলত মা দুর্গাকে সন্তুষ্ট করতে এবং তাঁর আশীর্বাদ পেতে করা হয়। অনেকেই ভাবেন বলি সাধারণত অষ্টমীতেই হয়। কিন্তু না, বলিদানের রীতিটি কেবল নবমীতেই সঞ্চালিত হয়। শাস্ত্র মতে, সন্ধি পুজোর প্রথম দণ্ড অর্থাৎ ২৪ মিনিট পার হওয়ার পরেই হয় বলি। সহজ করে বলতে গেলে, নবমী তিথি শুরু হওয়ার প্রথম ২৪ মিনিটের মধ্যে হয়।

প্রাচীন যুগে এই দিনে মায়ের কাছে পশু বলি হলেও, বর্তমান দিনে পশু বলি কঠোরভাবে নিষিদ্ধ। তাই এখন কুমড়ো, লাউ, আখ, শসা বা কলা ইত্যাদি বলিতে ব্যবহার করা হয়।

কোথাও কোথাও এই দিনে কুমারী পুজোও হয়ে থাকে। হাজার হাজার মানুষ ভিড় জমান কুমারী পুজো দেখার জন্য। ঘরের মায়েরা পরিবারের মঙ্গল কামনায় উপোস থেকে অঞ্জলি দিয়ে থাকেন। এই দিন বহু মণ্ডপে চলে পঙক্তি ভোজন। পুজো উদ্যোক্তারা লুচি, খিচুড়ি ও ফল, প্রসাদ হিসেবে বিতরণ করেন সকলের মধ্যে। নবমীর সর্বশেষ আকর্ষণ হল সন্ধ্যা আরতি ও ধুনুচি নাচ।

দুর্গাপূজা এমন একটি উৎসব, যা শুধু বাংলাতেই নয়, ওড়িশা, অসম, বিহার, ঝাড়খন্ড এবং ত্রিপুরাতেও বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়।

English summary

Mahanavami or Durga Navami 2021 : Date, Time, Puja Vidhi and Significance

In 2021, Maha Navami Puja will be performed on thursday, 14 October 2021. Read on to know more.
X
Desktop Bottom Promotion