For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mahalaya 2023: সুখ-সমৃদ্ধি লাভের জন্য মহালয়ায় এই কাজগুলি অবশ্যই করুন!

|

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু। শাস্ত্র অনুযায়ী, পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। এই তিথিকে আবার সর্ব পিতৃ অমাবস্যাও বলা হয়। মহালয়ার দিন অনেকেই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে গঙ্গায় তর্পণ করেন। পিন্ড দান বা শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠান করা হয়। অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ, সেই কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পূর্বপুরুষের উদ্দেশে জলদানের পক্ষে খুবই শুভ।

মহালয়ার দিনে বিশেষ কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। এই দিনে বিশেষ কিছু কাজ ভুল করেও করা উচিত নয়, আবার নির্দিষ্ট কিছু কাজ করা উচিত।

Mahalaya Dos and Don’ts

মহালয়ার দিন কী করা উচিত

১) মহালয়ার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন।

২) পূর্বপুরুষদের উদ্দেশে যারা তর্পণ করবেন, তারা অবশ্যই পরিষ্কার বা নতুন ধুতি পরুন। ভোরবেলাই পারলে গঙ্গার ঘাটে যেতে পারেন।

৩) তর্পণ করার আগে কিছু খাবেন না, খালি পেটে তর্পণ করা উচিত।

৪) যারা তর্পণ করতে পারবেন না, তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে তাদের প্রিয় খাবার দিতে পারেন।

৫) এই দিনে দান-ধ্যান করা খুব শুভ বলে মনে করা হয়। তাই, পারলে এই দিনটিতে দান করুন। দরিদ্রদের খাদ্য ও বস্ত্র দিতে পারেন। এছাড়াও, নিজের সাধ্যমতো দান করুন।

৬) পশু-পাখিদের খাবার খাওয়াতে পারেন।

৭) এই দিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন। রামায়ণ, মহাভারত কিংবা গীতা পাঠও করতে পারেন।

মহালয়ার দিন কী করবেন না

১) এই দিনে কোনও শুভ কাজ শুরু করবেন না, যেমন - বিবাহের কাজ, বাড়ি-গাড়ি না কেনাই ভাল, ব্যবসা শুরু করাও উচিত নয়, গৃহপ্রবেশ, জন্মদিন পালন করবেন না।

২) এই দিনে আমিষ জাতীয় খাবার খাবেন না। পূর্বপুরুষের ছবির সামনেও আমিষ খাবার রাখবেন না।

৩) তর্পণ যিনি করবেন, তিনি এদিন চুল-দাঁড়ি ভুল করেও কাটবেন না।

৪) ধূমপান, মদ্যপান কিংবা অন্য কোনও খারাপ অভ্যাস থেকে দূরে থাকা উচিত।

৫) নেতিবাচক চিন্তা মনে আনবেন না, যেমন - হিংসা, বিরক্তি, রাগ, ইগো, ইত্যাদি।

English summary

Mahalaya Amavasya 2023: Dos and Don'ts you must follow on this day

Mahalaya Amavasya: Some important Dos and Don'ts you must follow on this day. Read on to know.
X
Desktop Bottom Promotion