For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mahalaya Amavasya 2022 : আজ মহালয়া, জেনে নিন কত ক্ষণ থাকছে অমাবস্যা

|

মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু। আক্ষরিক অর্থে মহালয়া থেকেই দুর্গা পুজোর সূচনা হয়। এই দিনে অনেকেই তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে গঙ্গায় তর্পণ করেন। পিন্ড দান বা শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠানও করা হয়। কথিত আছে, পিতৃপক্ষে পূর্বপুরুষকে তিল, জল দান করলে তাঁদের আশীর্বাদে সংসারের সমস্ত বাধা-বিঘ্ন নাশ হয় এবং জীবনে সুখ, শান্তি আসে। পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়া অমাবস্যা হল তর্পণ ও শ্রাদ্ধ কর্মের জন্য শ্রেষ্ঠ তিথি।

মহালয়ার ভোরে বাঙালীর ঘরে ঘরে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুমধুর কন্ঠস্বরে মা দূর্গার আগমনী বার্তা। চারিদিকে পুরদস্তুর শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। মহালয়া অমাবস্যার পরবর্তী তিথি অর্থাৎ প্রতিপদ থেকেই অনেক জায়গায় শুরু হয়ে যায় দেবী দুর্গার আরাধনা। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের মহালয়া তিথির খুঁটিনাটি।

Mahalaya Amavasya 2022

মহালয়ার তিথি ও শুভক্ষণ

চলতি বছর মহালয়া পড়েছে - ২৫ সেপ্টেম্বর, রবিবার। বাংলার ৮ আশ্বিন।

অমাবস্যা তিথি শুরু হচ্ছে - ২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার, রাত ২টো ৫৫ মিনিট ৩৯ সেকেন্ডে।

অমাবস্যা তিথি শেষ হবে - ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার, রাত ৩টা ২৪ মিনিট ১৭ সেকেন্ডে।

এ বছর মহালয়ার দিন মাহেন্দ্র যোগ রয়েছে - দুপুর ৩টা ৩৬ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে।

মহালয়ার অমৃত যোগ

দিবা ঘ ৬। ২৩ গতে ৮।৪১ মধ্যে ও ১১।৪৫ গতে ২।৫০ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩৮ গতে ৯।১৮ মধ্যে ও ১১।৫৭ গতে ১।২৭ মধ্যে ও ২।১৭ গতে ৫।৩০ মধ্যে।

আরও পড়ুন : মহালয়া থেকে বিজয়া দশমী, জেনে নিন এ বছরের দুর্গা পুজোর দিন, তিথি ও শুভক্ষণ

English summary

Mahalaya Amavasya 2022 : Date, Time And Significance in Bengali

Check out the mahalaya 2022 date, time, history and significance and importance in bengali.
X
Desktop Bottom Promotion