Just In
- 1 hr ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 17 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 18 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
জয়া একাদশীতে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ, রুষ্ট হবেন শ্রীবিষ্ণু!
হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জয়া একাদশী পালিত হয়। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে ১২ ফেব্রুয়ারি এই ব্রত পালিত হবে। বিশ্বাস করা হয়, পূর্ণ ভক্তি সহকারে যে ব্যক্তি জয়া একাদশী ব্রত পালন করেন, তিনি এর পুণ্য প্রভাবে ভূত, প্রেতাত্মা ও পিশাচ যোনি থেকে মুক্তি পান, মৃত্যুর পর মোক্ষ লাভ করেন।
জয়া একাদশীর ব্রত পালনের সময় কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি, তাহলেই শ্রীবিষ্ণুর আশীর্বাদ মিলতে পারে। আসুন জেনে নিন, এই দিন কী কী নিয়ম মেনে চলবেন।
জয়া একাদশীর দিন এই কাজগুলো ভুলেও করবেন না
-জয়া একাদশীর দিন ফুল, পাতা, ইত্যাদি ছেঁড়া ঠিক নয়। একাদশীর একদিন আগে ফুল ও তুলসি পাতা জোগাড় করে রাখা ভালো।
-এই দিনে দান থেকে পাওয়া খাবার গ্রহণ করবেন না।
-একাদশীর দিন ভাত, পালং শাক, পান, গাজর, বার্লি, ইত্যাদি খাওয়া উচিত নয়।
-যারা জয়া একাদশী ব্রত রাখবেন, তারা একদিন আগে থেকে আমিষ খাওয়া উচিত নয়।
-একাদশী ব্রত পালনকারী ব্যক্তি রাগ করা বা ক্রোধ এড়িয়ে চলুন। কারুর সম্পর্কে ভুল ধারণা বা খারাপ চিন্তাভাবনা মনে আনবেন না।
-যে ব্যক্তি একাদশী করবেন, সেই ব্যক্তি এবং তার পরিবার ব্রতের দিন নখ, চুল, দাড়ি কাটবেন না।
-কঠোর শব্দের ব্যবহার করবেন না। মিথ্যে কথা বলা এড়িয়ে চলুন।
-এদিন ভুলেও বাজি ধরা বা জুয়া খেলবেন না। চুরি করা উচিত নয়।
-একাদশীর দিনে সন্ধে বেলা ঘুমানো উচিত নয়।
আরও পড়ুন : জয়া একাদশীর ব্রত পালনে মোক্ষ লাভ হয়, জেনে নিন শুভক্ষণ ও ব্রতকথা
জয়া একাদশীতে যে কাজগুলো করবেন
-এদিন ভক্তিভরে বিষ্ণু পূজা করুন এবং হলুদ বস্ত্র পরিধান করুন।
-বিষ্ণু পূজার সময় জয়া একাদশীর ব্রত কথা অবশ্যই শোনা উচিত।
-বিষ্ণু পূজা করার সময় অবশ্যই পঞ্চামৃত ও তুলসী ব্যবহার করতে হবে।
-জয়া একাদশীর দিন দান করতে ভুলবেন না। অভাবী বা অসহায়দের কখনই খালি হাতে ফিরিয়ে দেবেন না।
-একাদশীর ব্রতভঙ্গ সূর্যোদয়ের পর করতে হবে।